গ্যাসের মূল্যবিদ্ধির প্রতিবাদে কংগ্রেসের পথ অবরোধ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গ্যাসের মূল্যবিদ্ধির প্রতিবাদে কংগ্রেসের পথ অবরোধ

Share This
 রাজ্য

আজ খবর (বাংলা), কলকাতা, ১৪/০২/২০২০ :   বার বার জ্বালানি গ্যাসের দাম বাড়ানোর বিরুদ্ধে আজ পথে নেমে বিক্ষোভ দেখালো কংগ্রেস, আজ এই কারণে অবরুদ্ধ হয়ে যায় কলকাতার রাজাবাজার এলাকা।
বার বার গ্যাসের দাম  বৃদ্ধি পেয়েই চলেছে, যার ফলে রান্না করতে গিয়ে মাথায়  হাত পড়েছে সাধারণ মানুষের, তারই প্রতিবাদে আজ পথে নেমে বিক্ষোভ কর্মসূচি পালন করল  কংগ্রেস। দলের পতাকা ও প্ল্যাকার্ড হাতে আজ কয়েকশ' কংগ্রেস কর্মীকে প্রতিবাদ করতে দেখা যায় কলকাতার রাজপথে। কেন্দ্র সরকারের বিরুদ্ধে কংগ্রেস কর্মীরা স্লোগান দিতে থাকেন।এর জেরে কলকাতার রাজাবাজার অঞ্চল সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়;  রাস্তা অবোরোধ করার জন্যে রাজাবাজার, মানিকতলা,সুকীয়া স্ট্রিট অঞ্চলে এবং শিয়ালদহ অঞ্চলে ব্যাপক যানজটের .সৃষ্টি হয়। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে গিয়ে সাধারণ মানুষকে যানজটের দুর্ভোগ পোহাতে হয়।

কেন্দ্র সরকার আগেই  জানিয়েছিল,গ্যাসের দাম বা পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে কেন্দ্র সরকারের কিছুই করার থাকে না। পুরো বিষয়টি নির্ভর করে আন্তর্জাতিক জ্বালানির মূল্য বৃদ্ধি বা হ্রাসের ওপর।এই মুহূর্তে আমেরিকার সাথে ইরানের সংঘাত চরমে, সেই পরিপ্রেক্ষিতে গোটা দুনিয়ার সব দেশেই জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি হয়েছে।
রাজাবাজারে কংগ্রেসের পথ অবরোধকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তার জন্যে আমহার্স্ট স্ট্রিট থানা ও নারকেলডাঙা থানা থেকে বিশাল পুলিশ বাহিনী রাজাবাজার মোড় সংলগ্ন এলাকাটিকে ঘিরে রেখেছে। 


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages