মহিলা টি ২০ ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মহিলা টি ২০ ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে ভারতের মহিলা ক্রিকেট দল

Share This
খেলাধুলা

আজ খবর (বাংলা), মেলবোর্ন, অস্ট্রেলিয়া, ২৭/০২/২০২০ :  পুরুষরা যেটা  পারল না, মহিলারা  তাই করে  দেখালো। চলতি মহিলা টি ২০ ওয়ার্ল্ড কাপে ভারতের মহিলা ক্রিকেট দল হারিয়ে দিল নিউজিল্যান্ডকে,  আর সেমিফাইনালে  তারা প্রথম দল  হিসেবে নিজেদের জায়গা পাকা করে নিল ।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে তুলেছিল মোট ১৩৩ রান, রান তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল ৬ উইকেট হারিয়ে ২০ ওভারে ১২৯ রানেই স্কোর বোর্ডকে থামিয়ে দেয়। ভারতীয় মহিলা দল নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নেয়। 
ভারতীয়দের মধ্যে শেফালী ভার্মা ৩৪ বলে ৪৬, স্মৃতি মান্ধানা ৮ বলে ১১, তানিয়া ভাটিয়া ২৫ বলে ২৩, জেমাইমা রদ্রিগেজ ৯ বলে ১০ রান, হমনপ্রীত কৌর ৫ বলে ১ রান, দীপ্তি শর্মা ১১ বলে ৮, বেদ কৃষ্ণমূর্তি ৫ বলে ৬, শিখা পাণ্ডে ১৪ বলে ১০, রাধা যাদব ৯ বলে ১৪ রান করেন। 
নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে রোজমেরি মেয়ার ও আমেলিয়া কের ২টি করে উইকেট পেয়েছেন, লি টাহুহু, সোফি ডিভাইন ও লে কাস্পেরেক ১টি করে উইকেট পেয়েছেন। 
নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে রাসেল প্রিস্ট ৯ বলে ১২, সোফি ডিভাইন ২১ বলে ১৪, সুজি বেটস ১৩ বলে ৬, ম্যাডি গ্রিন ২৩ বলে ২৪, ক্যাটি মার্টিন ২৮ বলে ২৫, আমেলিয়া কের ১৯ বলে ৩৪, হাইলি জেনসেন ৭ বলে ১১ রান করেছেন। 
ভারতীয় বোলারদের মধ্যে দীপ্তি শর্মা, শিখা পাণ্ডে, রাজেশ্বরী গায়কোয়াড়, পুনম যাদব ও রাধা যাদব প্রত্যেকেই ১টি করে উইকেট পেয়েছেন। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages