আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ০১/০২/২০২০: জামিয়ার পর এবার দিল্লীর শাহিনবাগ, ফের এক আততায়ী আজ শাহিনবাগের প্রতিবাদীদের হুমকি দিয়ে গুলি চালালো।
দিল্লীর শাহিনবাগে বেশ কিছুদিন ধরেই সিটিজেনস এমেন্ডমেন্ট আইন ও এনআরসির বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন একদল মানুষ। যার জেরে দিল্লীর একটি ব্যস্ত অঞ্চলের রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে বিগত কিছুদিন ধরেই। আজ সেই ধর্না মঞ্চের কাছে গিয়ে এক অল্পবয়সী ব্যক্তি নিজের পিস্তল থেকে গুলি ছোঁড়ে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ সঙ্গে সঙ্গে আটক করেছে ওই আততায়ীকে। পুলিশ জানিয়েছে, আততায়ী শাহিনবাগের ধর্না মঞ্চের কাছে এসে দুটি গুলি চালিয়েছিল, কিন্তু কারোর দিকে লক্ষ করে সে গুলি চালায় নি, সে শূন্যে গুলি ছুঁড়েছিল।
অল্পবয়সী ওই আততায়ীর নাম কপিল বলে জানা গিয়েছে, এবং গুলি চালানোর আগে সে চিৎকার করে বলছিল, "এখানে শুধু হিন্দুদের রাজত্ব চলবে।"
দুদিন আগেই একইরকম কায়দায় দিল্লীর জামিয়া অঞ্চলে আর এক ব্যক্তি সিএএ বিরোধীদের দিকে গুলি চালিয়েছিল। পুলিশ তাকেও আটক করেছিল। আজ এই ব্যক্তিকেও আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে।
বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
Loading...