আজ খবর (বাংলা), কোচি, কেরালা, ০১/০২/২০২০ : করোনা ভাইরাস নিয়ে গুজব ও ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর জন্যে কেরালার বিভিন্ন জায়গা থেকে আজ মোট তিন জনকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ।
কেরালার স্বাস্থ্য মন্ত্রী কে কে শৈলজা আজ জানিয়েছেন এখনো পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যারা করোনা ভাইরাস নিয়ে ভুল এবং বিকৃত তথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছিল। করোনা ভাইরাল রোগ নিয়ে স্বাস্থ্য মন্ত্রী শৈলজা বলেছেন, "এই রোগ নিয়ে আতঙ্কের কিছু নেই, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রনেই আছে।"
সরকারের তরফ থেকেও কেরালা রাজ্যবাসীকে এই রোগ নিয়ে অযথা গুজব না ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্যে অনুরোধ করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের প্রথম যে করোনা ভাইরাসের রোগীকে পাওয়া গিয়েছিল, সেই ছাত্র এই কেরালা রাজ্যেরই বাসিন্দা, তার চিকিৎসা চলছে, সে চীনের হুয়ানে থেকে পড়াশুনা করত।
সৌজন্যে : ANI
Loading...