দলিত ভক্তকে কাঁধে তুলে শোভাযাত্রায় হাঁটলেন ব্রাম্ভন পুরোহিত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দলিত ভক্তকে কাঁধে তুলে শোভাযাত্রায় হাঁটলেন ব্রাম্ভন পুরোহিত

Share This
অফবিট

আজ খবর (বাংলা), খাম্মাম, তেলেঙ্গানা, ২৫/০২/২০২০ : দলিত সম্প্রদায়ের ভক্তকে কাঁধে তুলে শোভাযাত্রায় হাঁটলেন  এক ব্রাম্ভন পুরোহিত।  ঘটনাটি আজ ঘটেছে তেলেঙ্গানার খাম্মামে ভদ্রাচলম মন্দিরে।
আজ এখানে শুরু হয়েছে মুনিবাহন উৎসবম, সেই উপলক্ষে গান্ধীজির মূর্তির গলায় মালা দিয়ে  শোভাযাত্রা বের করে  মন্দির কর্তৃপক্ষ। উৎসবে সামিল হয়েছিলেন টেম্পল প্রটেকশন মুভমেন্ট দলের সদস্যরা,  স্মরসাথ  বেদিকা,  নরসিংহ বাহিনী ও অন্যান্য সংগঠনের সদস্যেরা। শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন প্রচুর মহিলা ভক্ত। এখানে স্বামী লক্ষী রঙ্গনাথজীর মন্দির থেকে বের করা হয়  বিশাল শোভাযাত্রা। 
সেই শোভাযাত্রার প্রথম সারিতে ছিলেন মন্দিরের আর্চক (অন্যতম প্রধান সেবায়েত), তিনি রবি নামে একজনকে কাঁধে তুলে নাচতে নাচতে ওই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। রবিকে  একজন দলিত হিসেবে এলাকায় সবাই চেনে। এই ব্যাপারে মন্দির কমিটি জানিয়েছে, ঈশ্বরের সামনে সবাই সমান, কেউ উঁচু নয়, কেউ নিচু নয়, সেটা প্রমান করতেই রবিকে কাঁধে তুলে নেওয়া হয়েছিল। আজকের সমাজে একজন দলিতের প্রতি একজন ব্রাম্ভনের  এই রকম সন্মান প্রদর্শন দৃষ্টান্ত হয়ে থাকবে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages