শুরু হল ভারত - পাকিস্তানের অনুরধ ১৯এর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শুরু হল ভারত - পাকিস্তানের অনুরধ ১৯এর বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ

Share This
খেলাধুলা

আজ খবর (বাংলা), সেনওয়েজ পার্ক, দক্ষিণ আফ্রিকা, ০৪/০২/২০২০ : শুরু হয়েছে ভারত বনাম পাকিস্তানের অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ। যে ফরম্যাটেই খেলা হোক না কেন, পাকিস্তানের বিরুদ্ধে ক্রিকেট হলেই ভারতের দর্শকদের কাছে তা উত্তেজনার আলাদা মাত্রা  পেয়ে যায়। আজ তার ব্যতিক্রম হয় নি।
আজ টসে জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমেছে, কিন্তু প্রথমেই একটি উইকেট তারা খুইয়েছে। পাকিস্তান এবং ভারত দুটিই খুব ব্যালেন্সড টিম, এই টুর্নামেন্টে দুই দল একটিও ম্যাচ হারেনি এখনো পর্যন্ত। গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দল ভারতের হয়ে খেলেছিল, সেই দলে  কোনো পরিবর্তন হয় নি, সেই দলই আজ খেলছে পাকিস্তানের বিরুদ্ধে ।
ভারতীয় দল : যশস্বী জয়সোয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক বর্মা, প্রিয়ম গর্গ (অধিনায়ক), ধ্রুব জুয়েল (উইকেট রক্ষক), সিদ্ধেশ বীর, অথর্ব আঙ্কলেকর, রবি বিশনোই, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী ও আকাশ সিংহ। 
পাকিস্তান দল : হায়দার আলী, মহম্মদ হুরেইরাম রোহেইল নাজির (অধিনায়ক ও উইকেট রক্ষক), ফাহাদ মুনির, কাসিম আক্রম, মহম্মদ হ্যারিস, ইরফান খান, আব্বাস আফ্রিদি, তাহির হুসেন, আমির আলী ও মহম্মদ আমির খান।
এই মুহূর্তে ব্যাট করছেন - হায়দার (২৩) ও ফাহাদ  (০), পাকিস্তান - ৩৩/১ ওভার ৮
খেলা লাইভ দেখা যাচ্ছে - ষ্টার স্পোর্টস ২ ও ৩ টিভি চ্যানেলে  

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages