ভারতের ছোটরাও পাকিস্তানের ছোটদের ছোট বানিয়ে রাখল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


ভারতের ছোটরাও পাকিস্তানের ছোটদের ছোট বানিয়ে রাখল

Share This
খেলাধুলা

আজ খবর (বাংলা), সেনপয়েজ পার্ক , দক্ষিণ আফ্রিকা, ০৪/০২/২০২০ : পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে অনুর্দ্ধ ১৯ এর সেমিফাইনালে শেষমেশ জয়ের রাস্তা দেখিয়ে দিল যশস্বী জয়সোয়াল এবং দিব্যাংশ সাক্সেনার ইনিংস জুড়ে ঝলসে ওঠা আগুন ঝরানো ব্যাট। সিনিয়র ক্রিকেটারদের মতোই জয়ের ধারাবাহিকতা ধরে রেখে নার্ভের যুদ্ধে এবং তার সাথে ব্যাট বালের যুদ্ধে দুভাবেই পাকিস্তানকে নাস্তানাবুদ করল ভারত। 
অনুর্দ্ধ ১৯ এর ওয়ার্ল্ড কাপে আজ প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১০ উইকেটে হেলায় হারাল ভারত। ভারত - পাকিস্তানের ক্রিকেট মানেই উত্তেজনা শেষ বল পর্যন্ত তিনকে থাকে, কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা আজকের দ্বৈরথে শেষ বল পর্যন্ত খেলা  কিন্তু পৌঁছালোই না। আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। তারা ১০ উইকেট খুইয়ে মোট ১৭২ রান তুলেছিল। কিন্তু  ইনিংস শেষ হয়ে গিয়েছিল ৪৩.১ ওভারে। আবার ভারত খেলতে নেমে কোনো উইকেট না খুইয়ে ১৭৬ রান তুলে নেয়, ৩৫.২ ওভারেই। তাই কোনো ইনিংসেই খেলা শেষ বল পর্যন্ত পৌঁছায় নি। শুধু তাই নয়, আজ  ভারতের কোনো উইকেট ফেলতেই পারেনি পাকিস্তানের বোলাররা।
আজ ভারতের দুই ওপেনারের মধ্যে দিব্যাঙস সাক্সেনা পেয়েছেন অর্ধ শত রান, তিনি করেছেন ৯৯ বলে ৫৯ রান (৬টি বাউন্ডারি)। আর আর এক ওপেনার যশস্বী জয়সোয়াল পেয়েছেন শতরান, তিনি করেছেন ১১৩ বলে ১০৫ রান (৮টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি)। 
ভারতীয় বোলারদের মধ্যে কার্তিক ত্যাগী ২টি, সুশান্ত মিশ্র ৩টি ও ২টি উইকেট পেয়েছেন। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠল ভারত। প্রসঙ্গত উল্লেখ্য, কোনো নক আউট পর্যায়ে কোনো দেশ প্রতিপক্ষকে ১০ উইকেটে হারালো, এটি অনুর্দ্ধ ১৯ ফরম্যাটে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার ঘটল।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages