নির্ভয়া ধর্ষণ কাণ্ডের রায় দেওয়ার আগেই জ্ঞান হারিয়ে ফেললেন বিচারপতি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নির্ভয়া ধর্ষণ কাণ্ডের রায় দেওয়ার আগেই জ্ঞান হারিয়ে ফেললেন বিচারপতি

Share This
 দেশের খবর

আজ খবর(বাংলা), নতুন দিল্লী, ১৪/০২/২০২০ : নির্ভয়া ধর্ষণ কাণ্ডের রায় দেওয়ার আগেই শুনানির সময় এজলাসের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেললেন বিচারপতি আর ভানুমতি।
নির্ভয়া ধর্ষণকাণ্ডের অন্যতম অভিযুক্ত এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী পাবন কুমার সিং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেছিল। কিন্তু রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তার আবেদনকে খারিজ করে দিয়েছিলেন। রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দেওয়াকে চ্যালেঞ্জ জানিয়ে পবন আবেদন জানিয়েছিল আদালতে। সেই মামলা চলাকালীন শুনানির সময় বিচারপতি আর ভানুমতি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন।
অজ্ঞান অবস্থাতেই বিচারপতি আর ভানুমতিকে নিয়ে যাওয়া হয় তাঁর চেম্বারে, দ্রুত সেখানে ছুটে আসেন ডাক্তার, তিনি প্রাথমিকভাবে পরীক্ষা করেন বিচারপতিকে। পারে জানানো হয়, কয়েকদিন ধরেই বিচারপতি আর ভানুমতি জ্বরে ভুগছিলেন, সেই অসুস্থতা নিয়ে তিনি কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছিলেন, আজ তাঁর জ্বর অনেকটাই বেড়ে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং জ্ঞান হারান। অজ্ঞান হয়ে যাওয়ার সময়েও তাঁর জ্বর ছিল অনেকটা। তাঁর চিকিৎসা চলছে।
এই পরিস্থিতিতে  আজকের মত ওই এজলাসে আজকের মত বিচার মুলতুবি করে দেওয়া হয় এবং জানানো হয়েছে, এই বিচারের পরবর্তী পর্যায়ে এবং রায় ঘোষণা পরে করা হবে। বিচারপতি আর ভানুমতিকে সম্ভবত কিছুদিন বিশ্রাম নেওয়ার জন্যে ছুটি দেওয়া  হবে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages