সিএএ প্রতিবাদীদের ভিড়ে মিশে থাকা মাওবাদী নেত্রীকে গ্রেপ্তার করল পুলিশ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


সিএএ প্রতিবাদীদের ভিড়ে মিশে থাকা মাওবাদী নেত্রীকে গ্রেপ্তার করল পুলিশ

Share This
 দেশের খবর
বাম দিকে কলাবতী ও দেন দিকে এসপি রাকেশ কুমার 

আজ খবর (বাংলা), গয়া, বিহার, ১৭/০২/২০২০ : গোটা দেশের বিভিন্ন প্রান্তে সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদে চলছে জোরদার আন্দোলন, কিন্তু প্রতিবাদীদের ভিড়ে কি আড়ালে ঢুকে পড়ছে মাওবাদীরাও ! অন্তত তেমনটাই জানাচ্ছেন গয়া সিটি পুলিশ সুপার রাকেশ কুমার।
বিবাহের পুলিশের এই কার্টার বক্তব্য, সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদে অনেকেই আন্দোলন করছেন গণতান্ত্রিকভাবে, কিন্তু সেই আন্দোলনকে হাওয়া দিতে ব্যাক ডোর দিয়ে প্রতিবাদীদের ভিড়ে মিশে যাচ্ছে মাওবাদীরা। এই খবর পুলিশের কাছে আসছিলো কিছুদিন ধরে, সেইমত নজরদারি চালাচ্ছিল বিহার পুলিশ।
গয়া সিটি পুলিশ সুপার রাকেশ কুমার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদ সাভার ভিড় থেকে এক মহিলাকে গ্রেপ্তার করতে পেরেছি, যার নাম কলাবতী। এই মহিলা একজন সক্রিয় মাওবাদী নেত্রী, পুলিশের খাতায় বেশ কিছু অভিযোগ রয়েছে এই ক্লাবটির বিরুদ্ধে, এই মহিলাকে অনেক দিন ধরেই খুঁজছিল পুলিশ। গতকাল সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদে একটি জনসভা থেকে তাকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশের একটি দল।

ছবি : প্রভাত খবর সূত্রে 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages