বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতায় বিআইএসএজি (এন) - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতায় বিআইএসএজি (এন)

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ১৯/০২/২০২০  : প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ গুজরাটের ভাস্করাচার্য ইনস্টিটিউট অফ স্পেস অ্যাপ্লিকেশন্স অ্যান্ড জিওইনফরমেটিক্স (বিআইএসএজি)-কে বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের আওতায় ভাস্করাচার্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পেস অ্যাপ্লিকেশন্স অ্যান্ড জিওইনফরমেটিক্স (বিআইএসএজি (এন))-এ উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে।
বিআইএসএজি সংস্থাটির দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে বজায় রাখার জন্য বর্তমানের দক্ষ কর্মীরা জাতীয় স্তরে সংস্থাটিতে প্রয়োজন অনুসারে যোগ দিতে পারেন। ফলে, এই সংস্থার গবেষণা, উন্নয়ন এবং প্রযুক্তিগত উন্নয়নের সুযোগ বৃদ্ধি পাবে। পাশাপাশি, নতুন পরিকল্পনা এবং সুপ্রশাসন নিশ্চিত করা যাবে।
বর্তমানে গুজরাটের গান্ধীনগরে গুজরাট সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীনে বিআইএসএজি একটি নিবন্ধীকৃত সোসাইটি এবং ট্রাস্ট। গুজরাট সরকারের মুখ্য সচিব এর পরিচালন পর্ষদের শীর্ষ কর্মকর্তা। স্বচ্ছতা এবং কম খরচে সর্বাঙ্গীণ উন্নয়নের লক্ষ্যে যুগোপযোগী ব্যবস্থাপনার সুবিধার্থে এই সংস্থাটির পরিচালন নীতি গৃহীত হয়। যেহেতু এটি নতুন কোন সংস্থা নয়, তাই কেন্দ্রের স্বায়ত্তশাসিত বৈজ্ঞানিক সোসাইটির আওতায় এর মানোন্নয়ন ঘটানো হবে। কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সচিবের অধীনে একটি বিশেষজ্ঞ কমিটি ২০১৯-এর ২৮ জানুয়ারি এই সংস্থাটিকে জাতীয় স্তরে উন্নীত করার প্রস্তাব দেয়।  
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages