আজ খবর (বাংলা, কলকাতা, ১১/০২/২০২০ : পুলিশি হেফাজতে থানার মধ্যেই ধৃতের মৃত্যুর প্রতিবাদকে ঘিরে উত্তাল হয়ে উঠল উত্তর কলকাতা। আজ উত্তর কলকাতার বাগবাজার থেকে বেশ কিছু প্রতিবাদী বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।
কিছুদিন আগে চোরাই মাল কেনার অভিযোগে রাজকুমার সাউ (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল সিঁথি থানার পুলিশ। সেই ব্যক্তি থানার মধ্যেই পুলিশ হেফাজতে মারা যান; ওই ব্যক্তির পরিবারের তরফ থেকে জানানো হয়েছিল যে, তাঁকে পুলিশ থানার মধ্যেই পিটিয়ে মেরে দিয়েছে। যদিও পুলিশ মারধরের কথা অস্বীকার করে বলেছিল, জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন রাজকুমার সাউ; উত্তেজিত জনতা এই ঘটানর পর থানা ঘেরাও করেছিল।
ইতিমধ্যেই এই ঘটনায় একটি জনস্বার্থ মামলাও রুজু হয়েছে আদালতে। কিন্তু এখন এই ঘটনায় রাজনীতির রং লেগেছে। বিজেপি দাবি করেছে, ওই ব্যক্তি কিছুদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন, এবং প্রতিহিংসা চরিতার্থ করতেই থানার লাখ আপে তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, সিঁথি থানার মধ্যেই পুলিশের সামনে তৃণমূলের কয়েকজন বিজেপির উত্তর কলকাতার প্রেসিডেন্ট দীনেশ পাণ্ডে এবং বিজেপির লিগাল সেলের প্রধান ব্রিজেস শাহকে মারধর ও হেনস্থা করেছে।
আজ দুপুর ১টা নাগাদ এই ঘটনার প্রতিবাদে বিজেপি বাগবাজার থেকে সিঁথি পর্যন্ত মিছিল করে যেতে শুরু করলে পুলিশ সেই মিছিলকে আটকে দেয়, পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধ্বস্তাধস্তি শুরু হয়ে যায়, শেষ পর্যন্ত পঞ্চাশেরও বেশি বিজেপি সমর্থকদের আটক করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বিজেপি নেতা রাজু ব্যানার্জি, দীনেশ পাণ্ডে, তাপস ঘোষ সহ অন্যান্য নেতা কর্মীদের।
Loading...