NPRর মোড়কে NRC আনতে চাইছে কেন্দ্র : চিদাম্বরম - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


NPRর মোড়কে NRC আনতে চাইছে কেন্দ্র : চিদাম্বরম

Share This
 রাজনীতি
প্রদেশ কংগ্রেস অফিসে পি চিদাম্বরম 

আজ খবর (বাংলা), কলকাতা, ১৮ /০১/২০২০ : কলকাতায় এসে কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম কেন্দ্রে বিজেপি সরকারের আনা সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদে বিরোধীদের একজোট হওয়ার বার্তাই  দিলেন। এই আইনের বিরোধিতার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আজ কলকাতার প্রদেশ কংগ্রেস দলীয় কার্যালয়ে বসে পার্ক সার্কাসের আন্দোলনকে সমর্থনের কথাও জানালেন।
চিদাম্বরম আজ বলেন, "সংবিধান বাঁচাতেই আমরা সবাই মিলে  লড়াই করছি। সব বিরোধীদের এক মঞ্চে আসা উচিত। বিরোধী দলগুলিকে নিয়ে আমরা বৈঠক করেছিলাম, সেখানে ২০ টি দল যোগ দিয়েছিল। সব বিরোধী দলগুলিকে নিয়ে হয়ত আরও একটা বৈঠক ডাকা হতে পারে। এই রাজ্যে প্রদেশ কংগ্রেস সিএএর বিরুদ্ধে সর্বত্র প্রচার চালাবে।" রাজনীতি 
দেশে এনপিআর চালু করার লক্ষে কেন্দ্র সরকার যে বৈঠক ডেকেছিল, তাতে কংগ্রেসও যোগ দিয়েছে, এই বিষয়ে চিদাম্বরম বলেন, "বৈঠকে যোগ দেওয়া মানে এই নয় যে কোনো সিদ্ধান্তকে মেনে নেওয়া হল, এখন সব বিরোধী দলকেই একসাথে লড়াই করতে হবে। এখন আমরা একসাথে সেই লড়াইটা করছি, নাকি যে যার মত আলাদাভাবে লড়াই করছি, সেটা বড়  কথা নয়, লড়াইটাই বড় কথা। দিল্লীতে কেন্দ্র এনপিআর নিয়ে আলোচনার জন্যে ডেকেছিল, দলের সিদ্ধান্ত নিয়ে সেখানে কোনো বৈঠক হয়নি। কেন্দ্র এনপিআরের মোড়কে  এনআরসি আনতে চাইছে।"
দিল্লীতে সুরক্ষা আইনের বিরোধিতা করে আজ চিদাম্বরম বলেন, "দিল্লীতে সুরক্ষা আইনের প্রয়োজনীয়তা  কোথায়? দিল্লীতে এখন  যে আন্দোলন হচ্ছে, তা গণতান্ত্রিক। দিল্লীতে রীতিমত ব্রিটিশ সরকারের মত আচরণ করা হচ্ছে আমাদের সাথে।"
কলকাতার পার্ক সার্কাস ময়দানের আন্দোলন সম্বন্ধে চিদাম্বরম বলেন, "পার্ক সার্কাসে  কারা আন্দোলন করছে ?  কারা নেতৃত্ব দিচ্ছে ? সেখানে সাধারণ গৃহবধূরা আন্দোলন করছেন। আমি তাঁদের পাশে আছি, তাঁদের প্রতি পূর্ণ সমর্থন আমার রয়েছে। সরকারকে বুঝতে হবে যে, দেশ জুড়ে এই আন্দোলনের রাশ এখন সাধারণ মানুষের হাতে চলে গিয়েছে। এখন আর কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে আন্দোলন হচ্ছে না।"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages