আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৬/০১/২০২০ : যে উপাচার্য্যের অপসারণের দাবি উঠেছিল ছাত্র সংগঠনের তরফ থেকে, সেই উপাচার্য্যকেই আজ প্রজাতন্ত্রের দিন জহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়ের প্রথম ব্যাচের এনসিসির ক্যাডেট ছাত্রীরা গার্ড অফ আনার দিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই ।
জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে প্রথমবার শুরু হয়েছে এনসিসি। ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি হল দেশের এমন একটি বাহিনী যারা ছাত্র বা ছাত্রীদের থেকেই তুলে নিয়ে আসে তাদের ক্যাডেটদের।একতা ও নিয়মানুবর্তিতার ট্রেনিং নিয়ে এনসিসির ক্যাডেটরা দেশের সেনাবাহিনীকেও সাহায্য করে। জহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয় কিছুদিন আগেই শুরু করেছে এনসিসি। বিশ্ব বিদ্যালয়ের অধীনে থাকা স্কুলগুলি থেকে বেছে নিয়ে সেরা ক্যাডেটরা আজ অভিবাদন দিল বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এম জগদেশ কুমারকে।
এনসিসির মোট ১৮ জন ক্যাডেটদের একটি দল থেকে বেছে নেওয়া ১৫ জনের একটি দল আজ প্রজাতন্ত্র দিবসের জন্যে বিশেষ প্যারেড করে দেখায় এবং সেই সঙ্গে প্যারেড স্যালুট দিয়ে অভিবাদন জানায় জহরলাল নেহেরু বিশ্ব বিদ্যালয়ের উপাচার্য এম জগদেশ কুমারকে।এই বিষয়ে জগদেশ কুমার বলেন, "আজকের দিনটা আমার কাছে বিশেষ একটি দিন, আজ এনসিসির মহিলা বাহিনীর ১৫ জনের একটি দল আমাকে অভিবাদন জানিয়েছে। আমি খুব খুশি। খুব শীঘ্রই আমরা বিশ্ব বিদ্যালয়ের তত্বাবধানে এনসিসিতে ছেলেদের বাহিনীও গড়ে তুলব।"
সৌজন্যে : ANI
Loading...