দিল্লীতে মোদির সাথে সাক্ষাৎ ব্রাজিলের রাষ্ট্রপতির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দিল্লীতে মোদির সাথে সাক্ষাৎ ব্রাজিলের রাষ্ট্রপতির

Share This
আন্তর্জাতিক

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৫ /০১/২০২০ : ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলাসোনারো আজ দিল্লীতে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে। আগামীকাল ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তিনি মুখ্য অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন। 
ব্রাজিলের রাষ্ট্রপতি বলসোনারো চারদিনের জন্যে ভারত সফরে এসেছেন। আজ সকালেই দিল্লীর রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত ও অভিবাদন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি  রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের রাষ্ট্রপতি এর আগে সাক্ষাৎ করেন ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সাথে। 
ভারত ও ব্রাজিল, এই দুই দেশের সম্পর্ক বেশ ভাল, এবার এই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আরও ভাল হয় সেই  কারণে ব্রাজিলের রাষ্ট্রপতির এই চারদিনের ভারত সফর যথেষ্ট গুরুত্ত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে দুই দেশের কৃষি , শক্তি ও প্রতিরক্ষা এই তিনটি বিষয়ে গুরুত্ত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages