মোদিকে চোর বলায় আদালতের সমন রাহুলকে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মোদিকে চোর বলায় আদালতের সমন রাহুলকে

Share This
রাজনীতি
রাহুল গান্ধী , ফাইল চিত্র 

আজ খবর (বাংলা), পাটনা, ১৮/০১/২০২০ : গত বছর মার্চ মাসে লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জনসভা থেকে নরেন্দ্র মোদির উদ্দেশ্যে রাহুল গান্ধী বার বার আওয়াজ তুলেছিলেন 'চৌকিদার চোর হ্যায়', প্রকৃতপক্ষে নরেন্দ্র মোদিকেই তিনি 'চোর' বলে উল্লেখ করেছিলেন বলে অভিযোগ করেছিলেন বিজেপি সমর্থকেরা।
শুধু কংগ্রেসের রাহুল গান্ধীই নয়, সেই সময় কংগ্রেসের সহযোগী আরও কিছু রাজনৈতিক দল একইভাবে আক্রমণ শানিয়েছিল নরেন্দ্র মোদির উদ্দেশ্যে। যদিও  পরবর্তীকালে বিজিপির বক্তব্য ছিল, সেই সব আক্রমণের জবাব সাধারণ মানুষ ভোট বাক্সেই তাঁকে  দিয়ে দিয়েছিল। আরও এক দফার জন্যে প্রধান মন্ত্রী হিসেবে দেশের মানুষ ফিরিয়ে নিয়ে এসেছিল নরেন্দ্র মোদিকেই। 
কিন্তু লোকসভা ভোটের আগে করা রাহুল গান্ধীর সেই উক্তি এবার বিপদে ফেলতে চলেছে কংগ্রেসকেই। রাঁচির সিভিল আদালত  এই উক্তির জন্যে রাহুল গান্ধীকে সমন পাঠিয়েছে। প্রথম সমন অনুযায়ী  আজকেই রাহুলের উপস্থিত হওয়ার কথা ছিল আদালতে, কিন্তু তিনি আজ যান নি, তাই ফের একবার আদালত সমন পাঠালো রাহুল গান্ধীকে। এবার তাঁকে সশরীরে হাজির হতে হবে আদালতে, হাজিরার তারিখ আগামী মাসের ২২ তারিখ, সেদিন যদি রাহুল গান্ধী নিজে আদালতে হাজির না হন , তাহলে আইনি সমস্যার জটিলতার মধ্যে পরে যেতে পারেন  তিনি।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages