প্রজাতন্ত্র দিবসে আসামে পরপর পাঁচটি বিস্ফোরণ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রজাতন্ত্র দিবসে আসামে পরপর পাঁচটি বিস্ফোরণ

Share This
দেশের খবর

আজ খবর(বাংলা), গৌহাটি, আসাম, ২৬/০১/২০২০ : গোটা দেশেই আজ সাড়ম্বরে পালিত হচ্ছে ৭১তম প্রজাতন্ত্র  দিবসের অনুষ্ঠান, কিন্তু দেশ জুড়ে আনন্দের এই উৎসবের মধ্যেই  আজ সকালে পরপর পাঁচটি বিস্ফোরণে কেঁপে উঠল আসামের মাটি। 
প্রজাতন্ত্র  দিবস উপলক্ষে ছুটির দিনেও গোটা দেশে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। তার মধ্যেই  আজ সকালে আসামে মোট পাঁচটি বিস্ফোরণ হয়েছে বলে জানা যাচ্ছে। প্রথম বিস্ফোরণটি হয় গ্রাহাম বাজারে, ৩৭ নম্বর জাতীয় সড়কের ধারে একটি দোকানের সামনে। দ্বিতীয় বিস্ফোরণটি হয়েছে ডিব্রুগড়ের একটি গুরুদোয়ারার কাছে। তৃতীয়টি হয় ডিব্রুগড়েরই দুলীজান থানার কাছেই।
বাকি দুটি বিস্ফোরণের মধ্যে একটি হয়েছে তিনসুকিয়া জেলার ডুমডুমা শহরে এবং অন্যটি হয়েছে  চড়াইদেও  জেলার সোনারি শহরে। বিস্ফোরণের প্রতিটি জায়গায় পৌঁছে গিয়েছে অসম পুলিশের বিশাল বাহিনী। বিস্ফোরণের ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন অসম পুলিশের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত। তিনি বলেছেন, "কারা এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা আমরা খুঁজে বের করব, আপাতত পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages