নেতাজি ইনডোরে মোদির সাথে মঞ্চে থাকা এড়ালেন মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


নেতাজি ইনডোরে মোদির সাথে মঞ্চে থাকা এড়ালেন মমতা

Share This
রাজনীতি

আজ খবর (বাংলা), কলকাতা, ১২/০১/২০২০ : কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর উপলক্ষে নেতাজি ইনডোর স্টেডিয়ামের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই অনুষ্ঠানে তিনি নিমন্ত্রিত ছিলেন, একই অনুষ্ঠানে মঞ্চে ছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় মন্ত্রী  মন্ত্রী মানসুখ মাণ্ডব্য।  এই মঞ্চেই আসার কথা ছিল মমতা বান্দ্যোপাধ্যায়েরও কিন্তু ওই অনুষ্ঠানে তাকে আজ দেখা গেল না; 
গতকাল দুদিনের সফরে কলকাতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। তিনি এই রাজ্যে স্বাগত নন, এই দাবি তুলে গতকাল রাত্রে বাম ছাত্র সংঠনগুলি ও তৃণমূলের ছাত্র যুব সংগঠন ধর্মতলায় ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিল। প্রোটোকল অনুযায়ী মমতা মোদির সাথে রাজভবনে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। কিন্তু সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের বিরোধিতায় দেশের প্রথম প্রতিবাদী মুখ হিসেবে স্বীকৃত হয়েও কেন তিনি প্রধানমন্ত্রী মোদির সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তার জবাবদিহি চাইতে বাম ছাত্র সংগঠনগুলির মিছিল পুলিশের তিনটি ব্যারিকেড ভেঙে টিএমসিপির ধর্ণা মঞ্চ পর্যন্ত এগিয়ে গেলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। 
গতকাল সন্ধ্যায় গঙ্গার ধারে মিলেনিয়াম পার্কে হাওড়া ব্রিজের নতুন লাইট এন্ড সাউন্ড শোয়ে মমতা, মোদী ও জগদীপ ধানকারকে একত্রে পাওয়া গেলেও আজ কলকাতা পোর্ট ট্রাস্টের অনুষ্ঠানে নেতাজি ইনডোর স্টেডিয়ামের মঞ্চে মমতা অনুপস্থিতই  থাকলেন।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages