আজ খবর (বাংলা), আগরতলা, ০১/০১/২০২০ : কৃষিক্ষেত্রে অসাধারন সাফল্যের জন্যে দেশের কৃষি মন্ত্রকের বিশেষ পুরস্কার পেতে চলেছে ত্রিপুরা রাজ্য। কৃষিকার্যের পারদর্শিতায় দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ত্রিপুরা। অসামান্য এই কৃতিত্বের জন্যেই ত্রিপুরাকে আগামীকাল পুরস্কৃত করবে দেশের কৃষি মন্ত্রক।
আগামীকাল ব্যাঙ্গালুরুতে দেশের কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমারের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার হাতে এই বিশেষ পুরস্কার তুলে দেবেন বলে জানা গিয়েছে। বিশেষ এই পুরস্কারের অর্থমূল্য হল ৫ কোটি টাকা। ত্রিপুরার কৃষিমন্ত্রী পরাণজিৎ সিংহরায়ের হাতে নরেন্দ্র মোদী এই পুরস্কার ও অর্থ তুলে দেবেন। র
সেই সঙ্গে ত্রিপুরার দুই কৃষককে কৃষিকাজে অসামান্য পারদর্শিকতার জন্যে বিশেষ পুরস্কার তুলে দেবে দেশের কৃষি মন্ত্রক। সেক্ষত্রে এই দুই কৃষক পাবেন ২ লক্ষ টাকা করে অর্থ পুরস্কারও। এই দুই কৃষকেরা হলেন গোমতী জেলার ঝর্না দাস এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বিকাশ দত্ত। ত্রিপুরা রাজ্য কৃষি দপ্তর থেকেও এই দুই কৃষককে সন্মান জানানো হবে বলে জানা যাচ্ছে।
Loading...