প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার থাকছে না বাংলার ট্যাবলো - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এবার থাকছে না বাংলার ট্যাবলো

Share This
দেশের খবর
ফাইল চিত্র 

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ০২/০১/২০২০ : দেশের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ থেকে বাদ পড়ল পশ্চিম বঙ্গের ট্যাবলো। সুতরাং এই  বছরে দিল্লীর রাজপথে প্রজাতন্ত্র দিবসের যে বর্নাঢ্য কুচকাওয়াজ হয়, সেখানে দেখতে পাওয়া যাবে না পশ্চিম বঙ্গের সুসজ্জিত ট্যাবলো।  
প্রতি বছর দেশের প্রজাতন্ত্র  দিবসের দিন দিল্লীর রাজপথে দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির পাঠানো ট্যাবলোগুলি অংশ গ্রহণ করে, যে ট্যাবলোতে  সেই রাজ্যের সংস্কৃতি ও কৃষ্টিকে তুলে ধরা হয়, সেইমত এবারেও পশ্চিম বঙ্গ থেকে ট্যাবলোর থিম বা বিষয় অনুমোদনের  জন্যে পাঠানো হয়েছিল রাজধানী দিল্লীতে। কিন্তু পশ্চিমবঙ্গের পাঠানো সেই থিমকে অনুমোদন দেয়নি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা সংশ্লিষ্ট কমিটি।
কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, 'পশ্চিমবঙ্গের তরফ থেকে পাঠানো বিষয়টিকে সংশ্লিষ্ট কমিটি দু'বার পরীক্ষা করে দেখেছে, দু'বার বৈঠকও হয়েছে, কিন্তু সেই থিমটিকে বাতিল ঘোষণা করেছে সংশ্লষ্ট কমিটি। আরও  একবার অনুমোদনের জন্যে আর এই বিষয়টিকে উথ্থাপন করা হবে না।' প্রসঙ্গত উল্লেখ্য, ৩২টি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং ২৪টি বিভিন্ন মন্ত্রক থেকে মোট ৫৬টি ট্যাবলোর আবেদন জমা পড়েছিল কেন্দ্রের কাছে, তার মধ্যে ১৬টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল ছাড়াও ৬টি মন্ত্রক ও দপ্তর থেকে পাঠানো থিমগুলিকে বিশেষ পদ্ধাতির মাধ্যমে বেছে নিয়েছে সংশ্লিষ্ট কমিটি। এই একই পদ্ধতিতে গত বছর পশ্চিমবঙ্গের ট্যাবলো সুযোগ পেয়েছিল। কিন্তু এই বছর আর পেল না ;
এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় বলেছেন, "পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিল্পকলা যথেষ্ট উন্নত, দেশে তার আলাদা কদর রয়েছে। কেন্দ্রের সিটিজেনস এমেন্ডমেন্ট আইন ও এনআরসির প্রতিবাদ করাতেই পশ্চিমবঙ্গের প্রতি পক্ষপাতমূলক আচরণ করতে চাইছে কেন্দ্র সরকার।"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages