দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলির জোট বৈঠকে বসতে চলেছে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দিল্লিতে বিজেপি বিরোধী দলগুলির জোট বৈঠকে বসতে চলেছে

Share This
রাজনীতি

আজ খবর, নতুন দিল্লী, ০৬/০১/২০২০ : আগামী ১৩ তারিখে বিজেপি বিরোধী দলগুলি ফের একবার বৈঠকে বসতে চলেছে দিল্লীতে। এই বৈঠকে অবিজেপি এবং বিজেপি বিরোধী দলগুলিকেই আমন্ত্রণ জানানো হয়েছে বলে  জানতে পারা  যাচ্ছে।  
দেশে লোকসভা নির্বাচনের আগেই একটি দেশের রাজনীতিতে বিজেপি বিরোধী একটি জোট মঞ্চ তৈরী হয়েছিল। কলকাতার ব্রিগেডে বিজেপি বিরোধী দলগুলির জনসভা হয়েছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কিছুদিন আগেই ঝাড়খণ্ডের নতুন মুখ্য মন্ত্রী হেমন্ত সরেনের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত থাকতে দেখা গিয়েছিল বিরোধী জোটে থাকা দলগুলিকে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিরোধী জোটকে বরাবরই নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি অনেকদিন ধরেই বিজেপি বিরোধিতার নেতৃত্ব দিয়ে আসছেন, জাতপাত ও ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করা চলবে না , এই স্লোগান নিয়ে তিনি বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। 
১৩ই জানুয়ারি দিল্লিতে বিরোধী জোটের যে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে, সেখানেও উপস্থিত থাকবেন মমতা নিজে।
বিজেপি বিরোধী জোটকে আরও একজোট করে তুলতে এবং কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে আরও চাপ বাড়াতেই বিজেপি বিরোধী জোট বৈঠকে বসতে  চলেছে বলে জানা যাচ্ছে, এই বৈঠকে বিজেপির সক্রিয় বিরোধিতা নিয়ে নির্দিষ্ট রূপরেখা তৈরী করা হতে পারে। বিজেপি বিরোধী সব দলের শীর্ষ নেতা নেত্রীকে এই বৈঠকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages