মৃত্যুদণ্ড এড়াতে মরিয়া চেষ্টা নির্ভয়া কাণ্ডের চার অপরাধীর - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


মৃত্যুদণ্ড এড়াতে মরিয়া চেষ্টা নির্ভয়া কাণ্ডের চার অপরাধীর

Share This
 দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ১৫/০১/২০২০ : ফের একবার মৃত্যদণ্ড আটকাতে আদালতে আবেদন জানালো নির্ভয়া কাণ্ডে  ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপরাধী মুকেশ সিং, এবং আজ আদালত তার পিটিশন গ্রহণ করেছে এবং বিচারপতিরা তার বক্তব্য শুনবে বলেও জানা যাচ্ছে। দেশের খবর 
আর সাতদিন পরেই নির্ভয়াকান্ডের অপরাধীদের ফাঁসি দিয়ে দেওয়া হবে, তার আগে অপরাধীরা মারিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে মৃত্যুদণ্ড রদ করা যায়। এর আগে আদালতে যে দুজন কিউরেটিভ পিটিশন দাখিল করেছিল, তার মধ্যে অন্যতম এই মুকেশ। যদিও গতকাল আদালত কিউরেটিভ পিটিশন খারিজ করে দিয়েছে। যার ফলে আইনত এখন এই চার অপরাধীর কাছে সব আইনের রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে, যদিও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন এখনো বাকি রয়ে গিয়েছে। এখন একমাত্র যদি রাষ্ট্রপতি এদের প্রাণভিক্ষার আবেদনে সারা দেন, তাহলেই একমাত্র এই চারজন মৃত্যুদণ্ড এড়াতে পারবে, নাহলে নয়।
আজ মুকেশ যে আবেদন জমা করেছে আদালতের কাছে, তাতে তার বক্তব্য একটাই, যাতে তার মৃত্যুদণ্ড রদ করে দেওয়া হয়। তার এই আবেদন আজ বিচারপতি মনমোহন ও বিচারপতি সঙ্গীতা ধিঙ্গিরা সেহগাল শুনবেন। আবেদনে এও বলা আছে যে যদি প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়ে যায়, তাহলে তা নাকচ হওয়ার দিন থেকে ফাঁসির দিনের মধ্যে যেন অন্তত ১৫ দিনের তফাৎ রাখা হয়। এই আবেদনে বিচারপতিরা কি জবাব দেন, সেটাও জানা যাবে আজই। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages