![]() |
কার্তি চিদাম্বরম (ফাইল চিত্র) |
আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২০/০১/২০২০ : প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেসের নেতা পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরমকে আজ আইএনএক্স মিডিয়া মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট দপ্তর।
ইনফোর্সমেন্ট দপ্তর ও সিবিআই-এর তদন্তকারী অফিসারেরা জানতে চান, কিভাবে আইএনএক্স মিডিয়া মামলায় ৩০৫ কোটি টাকার তছরুপের অভিযোগ থাকা সত্ত্বেও কার্তি চিদাম্বরম ছাড় পেয়ে গেলেন ফরেন ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ডের (FIPB) থেকে, ঠিক সেই সময়, যে সময় দেশের অর্থমন্ত্রী ছিলেন তাঁর বাবা পি চিদাম্বরম । সিবিআই ও ইডি এই প্রশ্নেরই উত্তর খুঁজছে।
কার্তি চিদাম্বরমের নামে অভিযোগ জমা করা হয়েছিল প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনের (PMLA) ধারায়। কিন্তু সমস্ত অভিযোগ থেকে তিনি নিষ্কৃতি পেয়ে গিয়েছিলেন কংগ্রেস জামানায়, যখন তাঁর বাবা পি চিদাম্বরম ছিলেন দেশের অর্থ মন্ত্রী। একই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যে পি চিদাম্বরমকে নাটকীয় ভাবে তাঁর বাড়ি থেকেই গভীর রাতে গ্রেপ্তার করেছিল সিবিআই, সেই ঘটনা টিভির পর্দায় দেখেছিলেন দেশবাসী। যদিও গত মাসেই পি চিদাম্বরম জামিনে মুক্ত হয়েছেন।
Loading...