দেশবাসীকে ৭১তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দেশবাসীকে ৭১তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৬/০১/২০২০ : আজ গোটা দেশেই সাড়ম্বরে পালিত হচ্ছে ৭১তম প্রজাতন্ত্র দিবস। সেই উপলক্ষে দেশের রাজধানীতে যেমন চলছে কুচকাওয়াজ, ঠিক তেমনই বিভিন্ন রাজ্যগুলির  রাজধানী শহরেও চলছে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ।
নতুন দিল্লীতে প্রতি বছরের মত এবছরেও শুরু হয়েছে কুচকাওয়াজের বর্ণাঢ্য অনুষ্ঠান। আজ সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লীতে অমর জওয়ান স্মারকের সামনে দেশের অমর জওয়ান শহীদদের উদ্দেশ্যে সন্মান প্রদর্শন করেন। দিল্লীর বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠানের সূচনায়  রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন, ২১টি গান স্যালুটের পর বেজে ওঠে দেশের জাতীয় সংগীত।
এরপরেই শুরু হয় জমকালো কুচকাওয়াজের মূল অনুষ্ঠান। প্রথমে সেনাবাহিনী, আধাসেনাবাহিনীর জওয়ানরা বিভিন্ন অস্ত্রশস্ত্র সহযোগে অনুষ্ঠান জমিয়ে তোলেন, প্রবল হর্ষ ধ্বনিতে  মুখের হয়ে ওঠে উপস্থিত জনতা। তারপর পর বিভিন্ন রাজ্যের সাংস্কৃতিক ট্যাবলোগুলি  প্রদর্শিত হয়। তবে দিল্লীর এই কুচকাওয়াজে বাংলার ট্যাবলো এই বছর বাদ পড়েছে। আজ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন ভারত সফরে আসা ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো ।
আজ কলকাতাতেও রেড রোডে  প্রতি বছরের মত প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাড়ম্বরে পালিত হয়েছে কুচকাওয়াজের অনুষ্ঠান।এই অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে জওয়ান ও সাংস্কৃতিক শিল্পীদের অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল জগদীপ ধনকর। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের শেষে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে কিছুক্ষণ কথাবার্তাও হয়, তবে এই কথাবার্তার মাধ্যমে দুজনের মধ্যে সংঘাতের উত্তাপ কতটা কমল, তার উত্তর দেবে একমাত্র ভবিষ্যৎই। 
সকল পাঠক, বিজ্ঞাপন দাতা, ডিজিটাল সাপোর্টার, কর্মীবৃন্দদের এবং দেশবাসীকে  'আজ খবর'-এর তরফ থেকে দেশের ৭১তম প্রজাতন্ত্র  দিবসের  শুভেচ্ছা  রইল
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages