দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর, দিলীপের নিন্দায় মমতা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দিলীপ ঘোষের বিরুদ্ধে এফআইআর, দিলীপের নিন্দায় মমতা

Share This
 রাজ্য

আজ খবর (বাংলা), কলকাতা, ১৪/০১/২০২০ : বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে আজ নদিয়ায় এফআইআর দায়ের করলেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু ব্যানার্জি। দিলীপ ঘোষের এ রাজ্যে প্রতিবাদীদের গুলি করে মারার নিদান দেওয়াকে কেন্দ্র করে গোটা রাজ্যেই সমালোচনার ঝড় উঠেছিল, আজ সেই কারণেই এফ আই আর দায়ের করা হল দিলীপ ঘোষের বিরুদ্ধে।  
বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, "উত্তর প্রদেশে প্রতিবাদের নামে ভাংচুর করা মানুষকে শুধুই আটক করা হয়নি, তাদেরকে লাঠিচার্জ করা হয়েছিল, এমনকি গুলিও করা হয়েছিল। ঠিক সেভাবেই আমাদের রাজ্যেও  প্রতিবাদের নামে যারা সরকারি সম্পত্তি নষ্ট করছে তাদেরকে গুলি করা উচিত।" দিলীপ ঘোষ এই রকম একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন নদিয়ার একটি জনসভা থেকে। 
তাঁর করা এই বক্তব্যের বিরুদ্ধেই আজ  এফআইআর দায়ের হল দিলীপ ঘোষের বিরুদ্ধে। দিলীপ ঘোষের এই মন্তব্যকে নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেছেন, "এটা খুব লজ্জাজনক, কি করে এ কথা আপনি বলতে পারেন ? আপনার নাম মুখে আনতেও আমার লজ্জা করে, আপনি আগুন জ্বালানোর চেষ্টা করছেন। গুলি চালানোর বিষয়ে আপনি উৎসাহ দিতে চাইছেন ! এটা উত্তর প্রদেশ নয়, এখানে গুলি চলে না, আগামীদিনে যদি কোনো খারাপ কিছু ঘটে যায়, তার জন্যে আপনিও দায়ী থাকবেন। প্রতিবাদী মানুষদের আপনি হত্যা করতে চাইছেন ?"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages