১০৭ বছর বয়সে পরলোকে স্বাধীনতা সংগ্রামী ভীম চন্দ্র জানা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


১০৭ বছর বয়সে পরলোকে স্বাধীনতা সংগ্রামী ভীম চন্দ্র জানা

Share This
রাজ্য

আজ খবর (বাংলা), হাওড়া, ০৪/০১/২০২০ :  শেষ নি:শ্বাস ত্যাগ করলেন হাওড়া নিবাসী শতায়ু স্বাধীনতা সংগ্রামী শ্রী ভীম চন্দ্র জানা। হাওড়ার শ্যামপুর থানার মারতলায় থাকতেন ভীম বাবু।
ভীম চন্দ্র জানা ছিলেন গান্ধীবাদী স্বদেশী কর্মী, ১৯৩০ সালে প্রথমবার  মাত্র ১৭ বছর বয়সে তিনি জেলে গিয়েছিলেন স্বদেশী হওয়ার কারণে। পারে হিজলি এবং আলিপুর জেলেও কারাবাস করেছেন। আজীবন দেশপ্রেম ছিল তাঁর প্রথম পছন্দ। সরকার তাঁকে তাম্রপত্রও দিয়েছিল।
আজ হাওড়ায় নিজের বাসভবনে ভীম বাবু পরলোকে গমন করলেন , বয়স হয়েছিল ১০৭ বছর; কিছুদিন ধরেই তিনি বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। তিনি রেখে গেলেন তাঁর ছয় পুত্র ও কন্যাদের এবং তাঁদের সন্তান সন্ততিদের। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages