আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ০২/০১/২০২০ : দিল্লীর পিড়াগড়ি এলাকায় পুরোনো এক কারখানায় আজ সকালে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটে. ভিতরে ছিল বেশ কিছু মানুষ, আগুন লাগে তারা ভিতরেই আটকে পরে; দমকল বাহিনী দ্রুত পৌঁছায় ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধারকাজ, কিন্তু সেই সময়েই বাড়িটির ভিতর থেকে তীব্র বিস্ফোরণের আওয়াজ শুনতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গেই বাড়িটি হুড়মুড় করে ভেঙে পড়ে । ধ্বংসস্তূপের নিচে এখনো পর্যন্ত অন্তত বেশ কিছু লোকের আটকে থাকার সম্ভাবনা দেখা দিয়েছে, যাওয়ার মধ্যে রয়েছেন উদ্ধারকারী দমকলের কর্মীরাও। এই মুহূর্তে দমকলের ৩৫টি ইঞ্জিন সেখানে আগুন নেভানোর কাজে ব্যস্ত রয়েছে, ধ্বংসস্তূপ থেকে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারের কাজ চলছে জোর কদমে। বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
# শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত মোট ২৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনী, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তল্লাশি অভিযান এখনো চলছে।
# শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত মোট ২৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেছে দমকল বাহিনী, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তল্লাশি অভিযান এখনো চলছে।
Loading...