করোনা ভাইরাসের আতঙ্কে সিল করে দেওয়া হল ভারত নেপাল সীমান্ত - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


করোনা ভাইরাসের আতঙ্কে সিল করে দেওয়া হল ভারত নেপাল সীমান্ত

Share This
আন্তর্জাতিক

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৭/০১/২০২০ : নেপালে একজনের করোনা ভাইরাস ধরা পড়ার পর, পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাষ্ট্র নেপালের সীমান্ত সিল করে দিল ভারত সরকার।ভারত-নেপালের সীমান্ত পানিট্যাঙ্কি-কাঁকড়ভিটা অবস্থিত পশ্চিমবাংলা দিয়েই, সেই সীমান্ত আজ থেকে সিল করে দিল ভারত সরকার। ওই সীমান্তে মেডিক্যাল ক্যাম্প বসানো হয়েছে। 
গত ২৪শে  জানুয়ারি নেপাল সরকার জানিয়ে দিয়েছে, তাদের দেশে এক ছাত্রের শরীরে  করোনা ভাইরাস ধরা  পড়েছে, অসুস্থ ব্যক্তি এখন নেপালের শুক্ররাজ ট্রপিকাল হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ছাত্র সম্প্রতি চীনের হুয়ান প্রদেশ থেকে নেপালে ফিরেছেন। 
গতকাল মোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইটে মোট ২৯,৭০৭ জন ব্যক্তি ভারতে এসেছেন, প্রত্যেকেরই স্বাস্থা পরীক্ষা হয়েছে। স্বাস্থ দপ্তর থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত ভারত করোনা ভাইরাস মুক্ত হয়ে রয়েছে। নেপাল সহ মোট ৬টি দেশে এখনো পর্যন্ত করোনা ভাইরাস ধরা পড়েছে। নেপালের ৩০ বছর বয়সী যে পি এইচ ডি ছাত্রের  করোনা ভাইরাস ধরা পড়েছে, সেই ছাত্র বেশ কিছুদিন চিনে কাটিয়ে নেপালে ফিরেছিলেন। 
মূলতঃ চিন  ও সংলগ্ন দেশগুলি থেকেই এই করোনা ভাইরাস অন্যান্য দেশে ছড়াচ্ছে বলে জানতে পারা গিয়েছে। গত ১৬ই জানুয়ারি জাপানি বিজ্ঞানীরা জানিয়ে দিয়েছেন, করোনা  ভাইরাসের সেভাবে কোনো প্রতিষেধক এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি।


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages