আজ খবর (বাংলা), দার্জিলিং, ০৩/০১/২০২০ : আবহাওয়া দপ্তরের আগাম সতর্কবার্তা ছিলই, অবশেষে দার্জিলিংয়ের সান্দাকফুটে ব্যাপক তুষারপাত হল; কিছুক্ষণ আগেই বরফ পড়তে থাকে সান্দাকফু এলাকায়। বরফে ঢেকে যায় পুরো এলাকা। দার্জিলিংয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ছিল হিমাঙ্কের কাছে, রাতের দিকে তাও নেমে যাচ্ছিল হিমাঙ্কের নিচে। সান্দাকফু হল রাজ্যের সবচেয়ে উঁচু জায়গা।
কিছুক্ষণ আগেই সান্দাকফুর বিস্তীর্ণ অঞ্চলে বরফ পড়তে দেখা যায়, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আগামীকাল ভোরের দিকে আরও তুষার পাটের কথা বলা হয়েছে এই অঞ্চলে। শুধু এই এলাকাতেই নয় দার্জিলিংয়ের অন্যান্য উচ্চ পার্বত্য অঞ্চলেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আজ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলাগুলিতে দিন ভর বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়েছে। আগামীকাল দুপুর পর্যন্ত এভাবেই বৃষ্টি চলতে পারে, তবে আগামীকাল বিকেলের পর থেকেই রাজ্যে কমবে বৃষ্টি, যদিও উত্তরবঙ্গে বৃষ্টি চলতে পারে আরও একদিন। বৃষ্টি ও মেঘের কারণে দুদিন শীত সেভাবে কামড় বাসাতে পারেনি রাজ্যে, আগামী রবিবার থেকে রাজ্যে ফের জাঁকিয়ে পড়বে শীত।দার্জিলিংএও নামবে তাপমাত্রা, দার্জিলিং শহরেও তুষারপাত হতে পারে। আজ উত্তর সিকিমের লাচুং ও লাচেনেও নতুনকরে তুষারপাত হয়েছে।
Loading...