আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ১৬/০১/২০২০ : জম্মু ও কাশ্মীরে সার্বিক পরিস্থিতি একটু একটু করেকারে ভাল হচ্ছে বলে মনে করছে কেন্দ্র সরকার। পুরো উপত্যকা জুড়ে না হলেও জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় ইন্টারনেট পরিষেবা চালু হয়ে গিয়েছে। অবস্থা পুরোপুরি আয়ত্তে না এলে কাশ্মীরের সর্বত্র ইন্টারনেট পরিষেবা চালু করতে চাইছে না কেন্দ্র সরকার।
কাশ্মীরের পরিস্থিতি ঠিক কতটা ভাল হয়েছে, তার দিকে কড়া নজর রেখেছে কেন্দ্র সরকার। তবে চলতি মাসের শেষের দিকে কেন্দ্রের মন্ত্রীদের নিয়ে তৈরী একটি দল যাবে কাশ্মীর উপত্যকায়। কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির ফলে সেখানকার সাধারণ মানুষের পক্ষে কতটা ভাল হয়েছে, সেটা বোঝাতেই মন্ত্রীদের একটি দল কাশ্মীরে পাঠাচ্ছে কেন্দ্র সরকার। ওই দল ঠিক কবে রওনা দেবে সে ব্যাপারে এখনো জানা যায়নি, তবে পুরো বিষয়টি দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নিজেই।
কেন্দ্র সরকার মন্ত্রীদের যে দলটি পাঠাচ্ছে, সেই দল কাশ্মীরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি অনুষ্ঠান বা জনসভা করতে পারে বলে মনে করা হচ্ছে। সেই জনসভাতে ৩৭০ ধারা অবলুপ্তির ভাল দিক গুলি যেমন বুঝিয়ে বলা হবে, তেমন কাশ্মীর জুড়ে কেন্দ্র সরকার কি কি পদক্ষেপ নিতে চলেছে, এবং তাতে উপত্যকার মানুষের কতটা লাভ হবে সেটাও বুঝিয়ে বলা হবে কাশ্মীরের সাধারণ মানুষকে। মন্ত্রীদের এই দলে পীযুষ গোয়েলও থাকতে পারেন বলে জানা যাচ্ছে।
সৌজন্যে : PTI
Loading...