দিল্লীতে আম আদমি পার্টিকে চ্যালেঞ্জ বিজেপি সাংসদের - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


দিল্লীতে আম আদমি পার্টিকে চ্যালেঞ্জ বিজেপি সাংসদের

Share This
রাজনীতি
পারভেশ সাহিব সিং

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৭/০১/২০২০ : আর কিছুদিন পরেই দিল্লী বিধানসভায় নির্বাচন হতে চলেছে, এই বিধানসভায় এই মুহর্তে শাসনকার্য চালাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে আম আদমি পার্টি। নির্বাচনের প্রচারে আম আদমি পার্টি জোর দিয়েছে গত পাঁচ বছরে তারা দিল্লীর শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতির ওপর সবচেয়ে বেশি গুরুত্ত্ব দিয়েছে। 
আম আদমি পার্টির সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে বিজেপির এক সাংসদ পারভেশ সাহিব সিং আজ বেশ কিছু সাংবাদিকদের নিয়ে দিল্লীর মাটিয়ালার একটি সরকারি স্কুলে চলে যান। সেখানে গিয়ে সাংবাদিকদের দেখান, কি হতদরিদ্র অবস্থায় চলছে সেই সরকারি স্কুলটি। যেখানে বেশিরভাগ ক্লাসেই পড়ুয়ারা থাকলেও শিক্ষক নেই, ক্লাসরুমগুলির ছাদ থেকে জল চুঁইয়ে পড়ছে।
সেই সাথে পারভেস একটি চিঠিও দেখান সাংবাদিকদের, যে চিঠি 'পিডব্লুডি' (P.W.D.) দিল্লী সরকারকে এক মাস আগেই সতর্ক করে লিখেছিল যে, 'স্কুল ভবনটির অবস্থা বিপদজনক, এবং সেটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে'। বিজেপির সাংসদ সাংবাদিকদের বলেন, "এই ধরনের সতর্ক বার্তা পেয়েও কেজরিওয়াল সরকার কোনো ব্যবস্থাই  গ্রহণ করেনি, অথচ দিল্লীতে শিক্ষার ব্যবস্থায় গুরুত্ত্ব দেওয়া হয়েছে গত পাঁচ বছরে,  বলে ভোটের আগে জোরালো দাবি জানাচ্ছে আম আদমি পার্টি।" 
দিল্লিতে আগামী মাসের ৮ তারিখে দিল্লীতে হবে নির্বাচন, এবং ফলাফল প্রকাশিত হবে ১১ তারিখে। গতবার ২০১৫ সালে দিল্লী বিধানসভার ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয়লাভ করে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি বা 'আপ'
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages