বর্দ্ধমান স্টেশনে ঢোকার মূল প্রবেশ পথের দোতলা ভবনটি ভেঙে পড়ল হুড়মুড় করে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


বর্দ্ধমান স্টেশনে ঢোকার মূল প্রবেশ পথের দোতলা ভবনটি ভেঙে পড়ল হুড়মুড় করে

Share This
রাজ্য

আজ খবর (বাংলা), বার্দ্ধমান, ০৪/০১/২০২০ : রাত্রি তখন ঠিক  ৮টা ১৯ মিনিট। বর্দ্ধমান স্টেশনে অন্যান্য দিনের মতোই ট্রেন যাত্রীদের ভিড়; প্রচুর মানুষের আনাগোনা। স্টেশনের বাইরে রিকশা, টোটো, অটোরিকশা এবং সাধারণ মানুষের ভিড়, যেমন অন্যান্য দিনেও থাকে। এমন সময় হঠাৎ করেই বিশাল শব্দে চারদিক কাঁপিয়ে স্টেশনে ঢোকার মূল প্রবেশ পথের দোতলা ভবনটি ভেঙে পড়ল হুড়মুড় করে।
বর্দ্ধমান স্টেশনে প্রবেশের মূল পথের ভবনটিতে মেরামতির কাজ চলছিল আগে থেকেই। সেই অংশটিই ভেঙে পরে হুড়মুড় করে, এর ঠিক ওপরেই ছিল বর্দ্ধমান স্টেশন লেখা বিশালাকার নিয়ন লাইটের স্তম্ভটি, সেটিও ভেঙে পড়ে প্রবেশ তোরণের পুরানো অলিন্দটি ভেঙে পরার সাথে সাথেই। নিমেষে গোটা এলাকা ধ্বংসস্তূপের চেহারা ধারণ করে; 
এই ঘটনার জেরে বর্দ্ধমান স্টেশনের ১ নম্বর রেল লাইনটিকে বন্ধ রাখতে হয়; এই ঘটনায় এখনো পর্যন্ত দুজন গুরুতর ভাবে আহত হয়েছেন  বলে জানা গেছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, এবং তিনি কোমায় চলে গেছেন বলে জানতে পারা  গিয়েছে। দুর্ঘটনাটি এমন ভাবে ঘটেছে, যেখানে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারত, তবে ওই মুহূর্তে মূল প্রবেশ পথের  নিচে কম মানুষ থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
বিস্তারিত খব
রের জন্যে অপেক্ষা করুন।

Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages