আজ খবর (বাংলা), সাগর, পশ্চিম বঙ্গ , ১৫/০১/২০২০ : মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক পুণ্যার্থী আজ পুন্য স্নান সারলেন গঙ্গাসাগরে। এই উপলক্ষ্যে আজ গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রমে ব্যাপক ভিড় হয়েছিল পুজো দেওয়ার জন্যে। পুণ্যার্থী ও সাধু সন্ন্যাসীদের ভিড় ছিল চোখে পড়ার মত।
দক্ষিণ ২৪ পরগনা প্রশাসন তথা পশ্চিমবঙ্গ সরকার এই গঙ্গাসাগর মেলা উপলক্ষে অভূতপূর্ব ব্যবস্থা গ্রহণ করেছে, এবছর ৪০ লক্ষেরও বেশি পুণ্যার্থীর ভিড় হয়েছে গঙ্গাসাগর মেলায় বলে জানতে পারা যাচ্ছে প্রশাসন সূত্রে। আজ প্রচন্ড শীতকে উপেক্ষা করেই মকর সংক্রান্তির পুন্য লগ্নে ১৮ লক্ষেরও বেশি মানুষ পুণ্যস্নান করেছেন সাগর সঙ্গমে।
গোটা মেলা উপলক্ষে সাগর অঞ্চলে ছিল নিরাপত্তা ব্যবস্থার অভূতপূর্ব আয়োজন। গোটা মেলায় ছিল অসংখ্য সহায়ক কেন্দ্র, সিসিটিভিতে মুড়ে দেওয়া হয়েছিল গোটা চত্বর। এই মেলায় প্রয়োজনীয় পুরো অর্থ খরচ করেছে রাজ্য সরকার, এমনটাই জানা গিয়েছে। প্রতিটি যাত্রীর ৫ লক্ষা টাকা করে বীমার আয়োজনও করেছিল রাজ্য সরকার। মেলায় ছিল প্রচুর পরিমাণে চিকিৎসার ব্যবস্থাও। পুরো মেলায় সবকিছু যাতে সুষ্ঠুভাবে মিতে যায়, তার জন্যে প্রশাসন ছিল ব্যাপকভাবে তৎপর।
বেশ কিছু ওয়াচ টাওয়ার তৈরী করে রাখা হয়েছিল চারদিকে নজর রাখার জন্যে। পর্যাপ্ত পরিমাণে শৌচালয় তৈরী করে দেওয়া হয়েছিল। সব মিলিয়ে নিরাপদ ভাবে এবং অত্যন্ত সুষ্ঠুভাবে গঙ্গাসাগর মেলায় এসে পুণ্যস্নান এবং পুজো করতে পারলেন পুণ্যার্থীরা এবং সাধু সন্ন্যাসীরা।
Loading...