রাহুল আপনি আগামী ১০ প্রজন্মেও বীর সাভারকার হতে পারবেন না : স্মৃতি ইরানি - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


রাহুল আপনি আগামী ১০ প্রজন্মেও বীর সাভারকার হতে পারবেন না : স্মৃতি ইরানি

Share This
রাজনীতি

আজ খবর (বাংলা), বারানসি, ১৮/০১/২০২০ : কংগ্রেস তথা রাহুল গান্ধীর বিরুদ্ধে সুর চড়িয়ে তীব্র  আক্রমণ করলেন বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। আজ উত্তর প্রদেশের বারানসিতে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে স্মৃতি ইরানি রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বলেন, "রাহুল আপনি আগামী ১০ প্রজন্মেও বীর সাভারকার হতে পারবেন না;"
গত ডিসেম্বর মাসে দিল্লীতে কংগ্রেসের 'ভারত বাঁচাও' কর্মসূচিতে অংশ নিয়ে রাহুল গান্ধী বলেছিলেন, "গতকাল আমার আগেকার করা মন্তব্যকে ঘিরে লোকসভায় চাপ সৃষ্টি করা হয়েছিল, আমার বক্তব্যের জন্যে আমাকে  ক্ষমা চাইতে বলা হয়েছিল। কিন্তু তাদেরকে আমি বলে দিয়েছি, আমি ক্ষমা চাইব না। আমার নাম রাহুল গান্ধী, রাহুল সাভারকার নয়; আমার বক্তব্যের জন্যে আমি কখনোই ক্ষমা চাইব না।" 
রাহুল গান্ধীর এই কথার সূত্র টেনে আজ বারানসিতে একটি জনসভায় বিজেপি নেত্রী তথা মন্ত্রী স্মৃতি ইরানি বলেন, "রাহুল গান্ধীকে আজ আমি একটা কথা বলতে চাই, তিনি আগামী দশটি প্রজন্মেও সাভারকরের মত সাহস কখনোই তিনি দেখাতে পারবেন না, তিনি কোনো দিনই সাভারকার হয়ে উঠতে পারবেন না"।
স্মৃতি ইরানি আরও বলেন, "এ হল সেই কংগ্রেস, যারা দেশে এমার্জেন্সির সময় অটল বিহারি বাজপেয়ী, চৌধুরী  চরণ সিং ও জয়প্রকাশ নারায়ণের মত নেতাদের জেলে পুড়ে দিয়েছিল, অথচ করিম লালার মত স্মাগলারকে জেলের বাইরে মুক্ত করে দিয়েছিল।"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages