আজ খবর (বাংলা), বক্সা, পশ্চিম বঙ্গ, ১৭/০১/২০২০ : বক্সা অরণ্যে অবশেষে দেখতে পাওয়া গেল এক জোড়া ব্ল্যাক প্যান্থার। পর্যটকদের ক্যামেরায় ধরা পড়েছে একজোড়া ব্ল্যাক প্যান্থার। পর্যটকদের তোলা স্টিল ছবিতে দেখতে পাওয়া ব্ল্যাক প্যান্থারগুলিকে দেখে শোরগোল পড়ে গিয়েছে পর্যটক, পশুপ্রেমী ও বন কর্মীদের মধ্যে।
কিন্তু অরণ্যে বন্য প্রাণী দেখতে পাওয়া গিয়েছে, তাতে এত শোরগোলের কারনটা ঠিক কি ? ডুয়ার্সের বক্সা অরণ্যে বাঘের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ব্ল্যাক প্যান্থার যে সেখানে পাওয়া যাবে, সেটা বোধ হয় আশা করতে পারেন নি বন্ কর্মীরাও। ব্ল্যাক প্যান্থার অতি বিরল প্রজাতির প্রাণী হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। উত্তর বঙ্গের গভীর অরণ্যে দীর্ঘদিন ধরেই ব্ল্যাক প্যান্থারের উপস্থিতি টের পাওয়া যায় নি;
আজ একদল পর্যটকদের নিয়ে স্থানীয় গাইড অরণ্যে গিয়ে একজোড়া ব্ল্যাক প্যান্থারের দর্শন পান, তাঁরা স্টিল ক্যামেরায় ছবিও তোলেন। এর আগে ডুয়ার্সের নেওড়া ভ্যালি অরণ্যে বাঘের দেখা পাওয়া গিয়েছিল, এমনকি ক্লাউডেড লেপার্ডের দেখাও মিলেছিল। কিন্তু বক্সা অরণ্যে বাঘের দেখা পাওয়া যাচ্ছিল না দীর্ঘদিন ধরেই। তাই আজ এক জোড়া ব্ল্যাক প্যান্থারের দর্শন পাওয়া যেতেই শোরগোল পড়ে গিয়েছে পশুপ্রেমী মানুষ ও বনকর্মীদের মধ্যে।
Loading...