আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ১৫/০১/২০২০ : খুব সম্ভবত আগামী ২২ তারিখেই ফাঁসি হচ্ছে না, দিল্লীর নির্ভয়া কাণ্ডের চার অপরাধীর। মৃত্যুদণ্ড রদ করতে সব রকম আইনি প্রচেষ্টা চালিয়েছে এই চার অপরাধী। কার্যত আইনের মাধ্যমে নিজেদের বাঁচানোর আর কোনো পথ খোলা নেই নিজেদের বাঁচানোর জন্যে।
চার অপরাধীদের সামনে এখন শুধু একটিই পথ খোলা রয়েছে তাদের সামনে। সেটি হল যদি তাদের মৃত্যুদণ্ড স্বয়ং করে দেন, কিন্তু সেক্ষেত্রে গণধর্ষণের মত অপরাধে এবং হত্যা করার মত অপরাধীকে মার্জনা করে দিলে সমাজের কাছে ভুল বার্তা যেতে পারে। তবু সব কিছুর উর্দ্ধে রয়েছে দেশের রষ্ট্রপতির নিজস্ব সিদ্ধান্ত। একমাত্র তিনিই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন।
যদি রাষ্ট্রপতি এই চার অপরাধীর প্রাণভিক্ষার আবেদনে সাড়া দিয়ে মৃত্যুদণ্ড মকুব করে দেন তাহলেই একমাত্র মৃত্যুদণ্ড পাওয়া এই চার অপরাধী মৃত্যুদণ্ড এড়াতে পারবে, কিন্তু যদি রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড বহাল রাখেন, তাহলে প্রাণভিক্ষার আর্জি নাকচ হয়ে যাওয়ার দিন থেকে ফাঁসি কার্যকর করার দিনের মধ্যে অন্তত ১৫ দিনের পার্থক্য থাকা দরকার আইন অনুযায়ী।
এই চার অপরাধীদের থেকে এখনো পর্যন্ত রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে কোনো আবেদন জামা পড়েনি। যদি কাল পরশু এই আবেদন জমা পরেও, রাজত্রপাতি হয়ত আরও একটা দিন সময় নিতে পারেন বিবেচনার জন্যে, সেক্ষত্রে প্রাণভিক্ষার আবেদন নাকচ হয়ে আসতে হয়ত ১৯ তারিখ হয়ে যেতে পারে এবং সেক্ষত্রে আরও ১৫ দিন সময় পরেই ফাঁসি কার্যকর করা যেতে পারে। তাই সব রকম আইনি পদক্ষেপ গ্রহণ করে ফাঁসির আদেশ কার্যকর করা সম্ভবত ২২ তারিখেই হচ্ছে না।
Loading...