কেদারনাথের বন্যায় নিখোঁজ হয়ে যাওয়া স্বামী ফিরল ঘরে - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কেদারনাথের বন্যায় নিখোঁজ হয়ে যাওয়া স্বামী ফিরল ঘরে

Share This
অফবিট

আজ খবর(বাংলা), উত্তরাখন্ড, ০৩/০১/২০২০ : নতুন বছর অনেকের কাছেই অনেক রকম বার্তা নিয়ে আসে, কিন্তু সীতারগঞ্জের মোবিন আনসারীর কাছে নিয়ে এল একরাশ খুশির বার্তা।দীর্ঘ  ছয় বছর পর মোবিন আনসারী ফিরে পেলেন তাঁর হারিয়ে যাওয়া স্বামীকে।  
মোবিনের স্বামী ৬২ বছরের জামিল আহমেদ আনসারী রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন কেদারনাথের কাছে। সালটা  ২০১৩,কয়েকদিন ধরেই সেখানে বৃষ্টি হচ্ছিল। কিন্তু রাতের অন্ধকারে  প্রবল পাহাড়ি বাণ যে তাঁর জীবন থেকে কেড়ে নেবে ছয়টা বছর তা ঘুনাক্ষরেও বুঝতে পারেন নি জামিল। প্রবল বানের জলে ভেসে গিয়েছিলেন তিনি। গত দু-তিন বছর আশ্রয় পেয়েছিলেন একটি বৃদ্ধাশ্রমে। বাড়ি ফেরার কোনো টাকা পয়সা ছিল না তাঁর কাছে, শেষে ওই বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ পুলিশের দ্বারস্থ হয়; 
উত্তরাখন্ড জুড়েই সেখানকার পুলিশ 'স্মাইল' নামে একটি প্রকল্প চালাচ্ছিল। এই প্রকল্পে নিরুদ্দেশ মানুষকে পরিবারে ফিরিয়ে দেওয়ার কাজ করে তারা। জামিলের খোঁজ পেয়ে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে পুলিশ। ছবিটি দেখতে পায় জামিলের এক ভাইঝি। পরিবারের তরফ থেকে জামিলের স্ত্রী মোবিন ও বড় ছেলে  ছুটে যায় পুলিশের কাছে আর তখনই মৃত বলে ধরে নেওয়া জামিলের সাথে সাক্ষাৎ হয়; 
মোবিন জানান, " আর কোনো দিন তাঁকে ফিরে পাব ভাবিনি। আমাদের পরিবার মেনে নিয়েছিল যে আমার স্বামীর মৃত্যু হয়েছে কেদারনাথের বন্যায়", চোখের জল বাঁধ মানছিল না মোবিনের। জামিল জানিয়েছেন, "হাতে আর টাকা না থাকায় আমি ফিরতে পারছিলাম না, অসুস্থও ছিলাম বেশ কিছুদিন, তবে আর আমি বাইরে কোথাও যাব না, এখন হেকে পরিবারের সাথেই থাকব।"

সৌজন্যে : ANI
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages