আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ৩০/০১/২০২০ : মহাত্মা গান্ধীর ৭২তম প্রয়াণ দিবসে আজ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্য নেতারা দিল্লীর রাজঘাটে গিয়ে গান্দীজীর প্রতি পুস্প স্তবক দিয়ে সন্মান প্রদর্শন করেছেন ।
নরেন্দ্র মোদী আজ বলেন, "জাতির জনকের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। বাপুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা মজবুত , স্থায়ী এক নতুন ভারত গড়ে তুলব।"
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, "বাপুর শেষ আত্মত্যাগ আমাদের স্মরণ করিয়ে দেয় অপরের জন্যে ভালবাসা অত্যন্ত প্রয়োজনীয়, আমার মনে হয়, আমরা আরও বেশি করে গান্ধীজির মূল ভাবনাকে আরও গভীরভাবে বুঝতে পারব।"
প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছাড়াও রাজঘাটে এসে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বাপুজিকে শ্রদ্ধার্ঘ্য দিয়েছেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, দেশের প্রথম চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, আর্মি চিফ জেনারেল এম এম নারাভানে, নেভি চিফ এডমিরাল করমবীর সিং এবং দেশের এয়ার চিফ মার্শাল আর কে এস বাহাদুড়িয়া। রাজঘাটে নিজের শ্রদ্ধার্ঘ্য পাঠিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানীও।
১৯৪৮ সালে আজকের দিনেই নাথুরাম গডসের গুলিতে নিহত হয়েছিলেন মহাত্মা গান্ধী।
Loading...