কাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে না মহারাষ্ট্রের শিরডির সাইবাবার মন্দির - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


কাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে না মহারাষ্ট্রের শিরডির সাইবাবার মন্দির

Share This
অফবিট

আজ খবর (বাংলা), মুম্বই, ১৮/০১/২০২০ : আগামীকাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে না মহারাষ্ট্রের শিরডির  সাইবাবার মন্দির। বিগত কয়েকদিন ধরেই শিরডির সাইবাবার মন্দির নিয়ে নতুন এক বিতর্ক দানা বেঁধেছে। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে  জানিয়েছিলেন, "শিরডিতে  সাইবাবার কর্মভূমি, কিন্তু তাঁর জন্ম স্থান হল মহারাষ্ট্রের পরবানী জেলার পাথরিতে। সেখানেই সাইবাবার মন্দিরের জন্যে মহারাষ্ট্র সরকার ১০০ কোটি টাকা ব্যয় করে নতুন মন্দির নির্মাণ করে দেবে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের এই বিবৃতির পর শিরডির কিছু মানুষ তাঁদের ক্ষোভ চেপে রাখতে পারেন নি। তাঁদের বক্তব্য,  "এতদিন শিরডিকেই  সাইবাবার লীলাক্ষেত্র বলে জেনে এসেছেন ভক্তেরা। সন্ন্যাস  কাটিয়ে সাইবাবা এই শিরডিতেই ফিরে এসে তাঁর সারা জীবন কাটিয়েছেন। আমৃত্যু তিনি এখানেই ছিলেন। তাঁর সেই সময়কার সমস্ত ভক্তেরাও তাঁর সাথে এখানেই থাকতেন, তাঁদেরকেও নিজের জন্মভূমি সম্বন্ধে কিছু বলেন নি সাই বাবা। সাইবাবার সমস্ত ভক্তের কাছে শিরডি হল পুন্য তীর্থের সমান। কিন্তু উদ্ভব ঠাকরে বাবার জন্মস্থান হিসেবে পাথরীতে নতুন মন্দির তৈরী করতে চাইছেন। তাহলে শিরডিতে  বাবার  মন্দির বন্ধ করে দেওয়া হোক।" এই কারণেই আগামীকাল থেকে শিরডিতে সাইবাবার মন্দির বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল।


সাইবাবার প্রণাম মন্ত্রেই বলা হয়েছে "পত্রীগ্রামা  সমুদ্ভূতম দ্বারকা মাঈ বাসীনম";  অর্থাৎ পাতার গ্রামে তাঁর জন্ম এবং দ্বারকামাঈতে তিনি বসবাস করতেন। শিরডিতে  যে  ভগ্নপ্রায় মসজিদে তিনি থাকতেন তার নাম সাইবাবা নিজেই 'দ্বারকামাঈ'  রেখেছিলেন। সুতরাং এ থেকে প্রমাণিত, যে তিনি শিরডিতে  বসবাস করলেও পাতার গ্রাম বা পত্রীগ্রামে জন্মেছিলেন। উদ্ভব ঠাকরে বলেছেন  এই পত্রীগ্রাম ছিল পরবানী  জেলায়। সে ব্যাপারে নাকি অনেক প্রমাণ ও তথ্য রয়েছে। শিরডি থেকে পারবানী জেলার পাথরী  গ্রামের দূরত্ব প্রায় ২৭৩ কিলোমিটার।  জায়গাটি ঔরঙ্গাবাদ  থেকে খুব একটা দূরদূরান্ত  জায়গায় নয়।
সাইবাবার জন্মভূমি বা কর্মভূমি, বিবাদ যা নিয়েই হোক না কেন, শিরডির মন্দির কমিটির প্রশাসকরা জানাচ্ছেন, শিরডির মন্দির বন্ধ করা হবে না। যেভাবে এতদিন সেখানে মন্দির, ধর্মশালা, হাসপাতাল, ভক্তনিবাস বা হোটেলগুলি চলে এসেছে, ঠিক সেভাবেই সবকিছু চলবে আগের মতই; মন্দির বন্ধ থাকবে না আগামীকাল থেকে। ভক্তেরা আগের মতোই পূজা করতে পারবেন। শিরডি থাকবে  আগের মতই। 
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages