আজ খবর (বাংলা), শ্রীনগর, ০৭/০১/২০২০ : কাশ্মীরের অবন্তীপুরায় পুলিশ ও নিরাপত্তাবাহিনীর সাথে সন্ত্রাসবাদীদের রীতিমত গুলিবিনিময় শুরু হয়ে গিয়েছে। পুরো এলাকা ঘিরে নিয়েছে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। দুদিক থেকেই ছুটে আসছে গুলির বৃষ্টি।
সকাল থেকেই শুরু হয়েছে এনকাউন্টার আর তা এখনো চলছে, কাশ্মীর জোনের পুলিশ প্রথম দফায় টুইট করে এই খবর জানিয়েছে। ডিসেম্বর মাসের ৩১ তারিখ ও জানুয়ারি মাসের ১ তারিখে নৌশেরা সেক্টরে তল্লাশি অভিযান চালানোর সময় জঙ্গিরা দুই জওয়ানকে হত্যা করেছিল। ওই দুই শহীদ জওয়ানরা হলেন নায়েক পদাধিকারী সাওয়ান্ত সন্দীপ রঘুনাথ এবং রাইফেলম্যান অর্জুন থাপা মগর;
কাশ্মীর জোন পুলিশের দ্বিতীয় দফার টুইট মারফত জানা যাচ্ছে, অবন্তীপুরায় যে এনকাউন্টার চলছিল, তাতে এক জঙ্গির মৃত্যু হয়েছে। অকুস্থলের ঠিক যে জায়গায় সেই জঙ্গির মৃতদেহ পড়েছিল, সেখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা গিয়েছে। আপাতত গুলির লড়াই থামলেও, গোটা এলাকা জুড়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে।বিস্তারিত খবরের জন্যে অপেক্ষা করুন।
# পরবর্তী আপডেট : নিরাপত্তা বাহিনীর গুলিতে যে জঙ্গি নিহত হয়েছে, তার নাম শাহিদ, এর বাড়ি বিজবেহেরাতে এবং এই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য ছিল বলে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে।
# পরবর্তী আপডেট : নিরাপত্তা বাহিনীর গুলিতে যে জঙ্গি নিহত হয়েছে, তার নাম শাহিদ, এর বাড়ি বিজবেহেরাতে এবং এই জঙ্গি হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য ছিল বলে কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে।
Loading...