আজ খবর, অকল্যান্ড, নিউজিল্যান্ড, ২৪/০১/২০২০ : আজ থেকে শুরু হল ভারত বনাম নিউজিল্যান্ডের ক্রিকেট সিরিজ; আজ অকল্যান্ডের ইডেন পার্কে শুরু হয়েছে প্রথম টি ২০ ম্যাচ।
আজকের ম্যাচে প্রথমে ব্যাট করছে নিউজিল্যান্ড। টসে জিতে বিরাট কোহলি ফিল্ডিং বেছে নিয়েছে। এই মুহূর্তে ব্যাট করছেন নিউজিল্যান্ডের দুইব্যাটসম্যান কেন উইলিয়ামসন (১) ও মনরো (৪৭)। এই মুহূর্তে নিউজিল্যান্ডের রান ৯ ওভারে ৮৪/১ , আউট নিউজিল্যান্ডেরওপেনার ব্যাটসম্যান মার্টিন গাপটিল (৩০)।
নিউজিল্যান্ড টিম : মার্টিন গাপটিল, কলিন মনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টিম সিফার্ট (উইকেট রক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, টিম সৌদি, ইস সোধি,ব্লেয়ার টিকনার ও হামিস বেনেট।
ভারতীয় টিম : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ অধিনায়ক), কে এল রাহুল (উইকেট রক্ষক), শ্রেয়াস আয়ার, মনীশ পাণ্ডে, শিবম দুবে, জযুবেন্দ্র চাহল, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুর।
Loading...