আজ খবর (বাংলা), তেহেরান, ০২/০১/২০২০ : আজ ভোর রাতে উত্তর পূর্ব ইরানের খোরাসান-ই রাজাভী এলাকায় ব্যাপক ভুমিকম্প হয়, ভূমিকাপের কম্পন অনুভূত হয় স্থানীয় সময় ভোর ৪ টে ২৯ মিনিট নাগাদ। সেই সময় প্রায় সকলেই ছিলেন ঘুমে আচ্ছন্ন, তবু কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায় নি; রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮; ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ঝটকা কিন্তু বেশ প্রবল ছিল, যেটা অনুভব করা গিয়েছে ভালভাবেই।ভূমিকম্পকে এই ঘটনাটি ঘটেছে ইরানের সাঙ্গান শহরের কাছেই, যেখানে প্রায় ১০০০০ মানুষের বাস; বাড়ির পাঁচিল ভেঙে পড়ার মত কিছু সামান্য ঘটনা ঘটেছে এখানে , তবে হতাহতের কোনো খবর নেই, সাঙ্গান শহরটি আফগানিস্তান সীমান্তের খুব কাছেই অবস্থিত। ইরানে সবচেয়ে বড় ভূমিকম্পের ঘটনা ঘটেছিল ৮৫৬ সালে, যে ভূমিকম্পে ইরানে মোট দুই লক্ষ মানুষ মারা গিয়েছিলেন।
Loading...