তীব্র শীতের মধ্যেই কাশ্মীর পুলিশে চলছে মহিলা অফিসার নিয়োগের কাজ - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


তীব্র শীতের মধ্যেই কাশ্মীর পুলিশে চলছে মহিলা অফিসার নিয়োগের কাজ

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ২১/০১/২০২০ : জম্মু ও কাশ্মীর পুলিশে নিয়োগ করা হবে মহিলা অফিসার। সেই কারণে আবেদন নেওয়া হচ্ছে গোটা কাশ্মীর উপত্যকা থেকেই, আর সেই কারণে বৃষ্টি ও  প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে কাশ্মীরি মহিলারা লাইনে দাঁড়ালেন দীর্ঘক্ষণ।কাশ্মীরের মহিলাদের উৎসাহ দেখে খুশি পুলিশের রিক্রুটমেন্ট দপ্তরের অফিসারেরাও। 
মহিলা পুলিশের শূন্য স্থানগুলিকে ভর্তি করতে সেখানে মহিলাদের থেকে আজ আবেদন গ্রহণ করার কাজ চলছিল। মোট শূন্য আসন রয়েছে ১৩০০টি, আর লাইনে দাঁড়িয়েছিলেন মোট ২১ হাজার আবেদনকারী মহিলা। প্রচন্ড ঠাণ্ডাও এই মহিলাদের টলিয়ে দিতে পারে নি; এই দৃশ্য দেখে রিক্রুটমেন্টের দায়িত্বে থাকা বোর্ডের  চেয়ারম্যান আইপিএস অফিসার দানিশ রানা বলেন, "মহিলাদের এই উৎসাহ দেখে আমরাও উৎসাহিত বোধ করছি। আমরা গোটা কাশ্মীর থেকেই মহিলা অফিসার নিয়োগ করব, সেই কারণেই  জম্মু এবং কাশ্মীরের প্রতিটি জেলা থেকেই নামের তালিকা প্রস্তুত করার কাজ চলছে ।"
লাইনে দাঁড়িয়ে থাকা মহিলাদের উৎসাহ ছিল সত্যিই  প্রবল, নাহলে এইরকম দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা নিয়মানুবর্তিতা দেখিয়ে এতজন দাঁড়িয়ে থাকতে পারতেন না। মহিলারাও জানিয়েছেন, 'কাশ্মীরে আরও বেশি করে রোজগারের সুযোগ থাকা দরকার, অনেক শিক্ষিত মহিলাও এখানে কাজ পেতেন না; তাছাড়া আজকের দিনে মহিলারা সব  ক্ষেত্রেই  কৃতিত্বের সাথে কাজ করছে !'

সৌজন্যে : ANI


Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages