গুরু গোবিন্দ সিংহের জন্মদিবসে মোদী দিলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


গুরু গোবিন্দ সিংহের জন্মদিবসে মোদী দিলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা

Share This
 দেশের খবর

আজ খবর (বাংলা), অমৃতসর, ০২/০১/২০২০ : আজ শিখদের দশম গুরু, শ্রী গুরু গোবিন্দ সিংহের প্রকাশ পর্ব বা জন্মদিবস। সেই উপলক্ষে ভারত তথা বিশ্বের সর্বত্রই গুরুদোয়ারাগুলিতে চলছে বিশেষ পূজা পাঠ ও ভক্তিমূলক গানের অনুষ্ঠান।  
অমৃতসরে স্বর্ণ মন্দিরে আজ ভোর থেকেই প্রচুর ভক্তের সমাগম হয়েছে, কনকনে শীতেও শিখ ভক্তেরা অমৃতসরের স্বর্ণ মন্দিরের পবিত্র জলাশয়ে ডুব দিয়ে স্নান সেরে গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তাঁদের মুখে ছিল 'ওয়াহে গুরু দা খালসা, ওয়াহে গুরু দা ফতেহ' ধ্বনি। কলকাতার গুরুদোয়ারাগুলিও আজ সেজে উঠেছে, সেখানেও অসংখ্য ভক্তেরা ভিড় করেছেন। গুরু গোবিন্দ সিং জন্মগ্রহন করেছিলেন বিহারের পাটনায়, সেখানেও বিশেষ মর্যাদার সাথে গুরু গোবিন্দ সিংহের জন্মদিবস পালিত হচ্ছে, সকাল থেকেই সেখানে গ্রন্থ সাহেব পাঠ চলছে।


দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাউডু আজ সকালে গুরু গোবিন্দ সিংহের প্রকাশ পর্ব উপলক্ষে দেশের শিখ ধর্মের মানুষকে শুভেচ্ছা জানান। নরেন্দ্র মোদী বলেন,"গুরু গোবিন্দ সিংহের সামনে মাথা নত  হয়ে আসে নিজে থেকেই, তাঁর শিক্ষা ও মূল্যবোধকে পাথেয় করে নতুন ভারত তৈরী করার লক্ষে সকলকেই এগিয়ে যেতে হবে।"

সৌজন্যে : ANI
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages