পথ সারমেয়দের জলাতঙ্কের ভ্যাকসিন দিল স্পন্দন , আয়োজন পদযাত্রারও - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


পথ সারমেয়দের জলাতঙ্কের ভ্যাকসিন দিল স্পন্দন , আয়োজন পদযাত্রারও

Share This
 অফবিট

আজ খবর (বাংলা), গড়িয়া, কলকাতা, ২৪/০১/২০২০ : গতকাল 'স্পন্দন' নামের এক স্বেচ্ছাসেবী ও পশুপ্রেমী সংগঠন পথ সারমেয়দের ওপর এক শ্রেণীর মানুষের নিষ্ঠুর অত্যাচার বন্ধ করতে কলকাতার দক্ষিণ প্রান্তে গড়িয়া অঞ্চলে এক পদযাত্রার আয়োজন করেছিল। এই পদযাত্রায়  সংগঠনের সদস্যদের সাথে পা মিলিয়ে প্রচুর সাধারণ মানুষও অংশ  নিয়েছিলেন।
স্পন্দনের তরফ থেকে জানানো হয়েছে, "প্রতিদিন যেভাবে এক শ্রেণীর মানুষের দ্বারা পথ সারমেয়রা অত্যাচারিত হচ্ছে, কখনো তাদের প্রহার করা হচ্ছে, কখনো তাদের গায়ে গরম জল ঢেলে দেওয়া হচ্ছে, কখনো এসিড দিয়ে দেওয়া হচ্ছে, বিষ দিয়ে দেওয়া হচ্ছে, তাতে আমরা যথেষ্ট শঙ্কিত। তাই মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই আজ আমরা পথে নেমেছি।"
পদযাত্রার সাথেই আজ স্পন্দনের সদস্যেরা  পথ  সারমেয়দের জলাতঙ্কের টিকাও দিয়ে দেন, শুধু তাই নয়, পথের সারমেয়দের পেট ভর্তি ভুরিভোজেরও আয়োজন করেছিল 'স্পন্দন'। স্বেচ্ছাসেবী এই সংগঠনের এই মহৎ উদ্দেশ্য অবশ্যই প্রশংসনীয় বলে মনে করছেন গড়িয়া অঞ্চলের সাধারণ মানুষ।
দেখুন ভিডিও।




Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages