আজ খবর (বাংলা), ওয়েলিংটন, নিউজিল্যান্ড, ৩১/০১/২০২০ : রুদ্ধশ্বাস সুপার ওভার জিতে ফের একবার নিউজিল্যান্ডকে হারিয়ে ম্যাচ পকেটে পুড়ল টিম ইন্ডিয়া। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে ৪-০তে এগিয়ে রইল ভারত।
আজ নিজেদের ইনিংসে এমন কিছু রান তুলতে পারেন নি ভারতীয় ব্যাটসম্যানরা, যে নিউজিল্যান্ডকে চাপে রাখা যাবে। তবু ২০ ওভারের মধ্যে ৭টি উইকেরের পতন হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের। আজকের ম্যাচে মহম্মদ সামি খেলেন নি, গত ম্যাচে শেষ ওভারে তিনি যেভাবে বল হাতে ভেলকি দেখিয়ে ম্যাচকে টাই করে দিয়েছিলেন, এবার সেভাবেই বল হাতে ম্যাচকে টেনেটুনে ফের একবার টাই করালেন শার্দুল ঠাকুর, শুধু পিছন থেকে কাজ করেছিল বিরাটের অসাধারন ফিল্ড সেটিং আর যশপ্রীত বুমরার মগজাস্ত্র।
টাই হয়ে যাওয়ার পর শুরু হল সুপার ওভার। এই পর্বে একটি ওভারে দুবার ক্যাচ ফেললেন ভারতীয় ফিল্ডাররা। নিউজিল্যান্ড পৌঁছে গেল ১৩ রানে। জবাবে ভারত ব্যাট করতে নেমে ৫ বলেই তুলে নিল ১৬ রান; যার মধ্যে কে এল রাহুল ৩ বলে ১০ রান, এবং বিরাট কোহলি ২ বলে ৬ রান তুলে নেন।রুদ্ধশ্বাস সুপার ওভারে ফের একবার নিউজিল্যান্ডকে টেক্কা দিয়ে ম্যাচ জিতে নিল ব্লু ব্রিগেড ইন্ডিয়া।
গত ম্যাচে এভাবেই জিতে ভারতের অধিনায়ক হুঙ্কার দিয়ে বলেছিলেন সিরিজের ফলাফল হবে ৫-০, আর আজ সেই পথেই শেষ ধাপের দিকে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।
Loading...