জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজে শুরু হল নতুন বিক্ষোভ আন্দোলন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজে শুরু হল নতুন বিক্ষোভ আন্দোলন

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ১৩/০১/২০২০ : দিল্লীর জামিয়া মিলিয়া  ইসলামিয়া কলেজে শুরু হল নতুন বিক্ষোভ আন্দোলন। আজ এই কলেজের ভাইস চ্যান্সেলরের ঘরের সামনে জামায়েত হয়ে শতাধিক ছাত্র পুলিশের বিরুদ্ধে এফআইআর করতে কেন ভাইস চ্যান্সেলর গড়িমসি করছেন, তা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে।
গত ১৫ই ডিসেম্বর সিটিজেনস এমেন্ডমেন্ট আইনের প্রতিবাদে জামিয়া মিলিয়া ইসলামিয়া কলেজের বেশ কিছু পড়ুয়া বিক্ষোভ দেখাচ্ছিল, সেই সময় পুলিশ ক্যাম্পাসে ঢুকে তাদের প্রহার করেছিল বলে অভিযোগ তুলেছিল সেই পড়ুয়ারা। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল দেশ, সেই ঘটনায় কেন পুলিশের বিরুদ্ধে এফআইআর করতে ভাইস চ্যান্সেলার দেরি করছেন, তাই নিয়েই ছাত্রদের আজকের বিক্ষোভ কর্মসূচি, চলছে স্লোগানও।  পড়ুয়ারা কলেজ ক্যামপাসে নিরাপত্তা এবং পৰীক্ষার  সূচি পরিবর্তনের দাবিও জানিয়েছে একইসাথে।
জামিয়া মিলিয়ে ইসলামিয়া কলেজের ভাইস চ্যান্সেলর নাজমা আখতার জানিয়েছেন, "ঘটনার পরপরই আমরা গোটা ঘটনার সম্পূর্ণ বিবরণ দিয়ে জানিয়েছিলাম হিউম্যান রিসোর্স মিনিস্ট্রিতে (MHRD), শুধু তাই নয়, NHRC থেকে একটি অনুসন্ধানকারী দল ক্যাম্পাসে এসে পুরো বিষয়টি খতিয়ে দেখে গিয়েছে। তারা যে সব নথিপত্র চেয়েছিল, তা সবকিছুই আমরা দিয়েছি। আগামীকাল সেই দল ফের আসবে ক্যামপাসে, এবং আহত হওয়া ছাত্রদের ক্ষয় ক্ষতির সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করবে। আমার মনে হয় তারা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টিকে দেখবে।"

সৌজন্যে : ANI
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages