২০২৪ সালের মধ্যে দেশের সব ট্রেনই ইলেকট্রিকে চলবে : পীযুষ গোয়েল - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


২০২৪ সালের মধ্যে দেশের সব ট্রেনই ইলেকট্রিকে চলবে : পীযুষ গোয়েল

Share This
দেশের খবর

আজ খবর (বাংলা), নতুন দিল্লী, ২৭/০১/২০২০ : আগামী ২০২৪ সালের মধ্যে গোটা দেশের সব ট্রেনই ইলেকট্রিকে  চলবে,  ইন্ডিয়া-ব্রাজিল বিজনেস ফোরামে এসে আজ দেশের রেলমন্ত্রী পীযুষ গোয়েল এরকমই আশার  কথা শোনালেন দেশবাসীকে। 
আজ পীযুষ গোয়েল বলেন, "ভারতীয় রেলকে বিদ্যুতায়ন করতে আমরা অত্যন্ত দ্রুততার সাথে কাজ করছি। আমরা যে লক্ষমাত্রা রেখেছি, তাতে আগামী ২০২৪ সাল  থেকে দেশের সমস্ত রেল চলবে বিদ্যুতে। শুধু তাই নয়,  আগামী ২০৩০ সালের মধ্যে আমরা লক্ষমাত্রা রেখেছি, যাতে ভারতীয় রেল ১০০ শতাংশ  'জিরো এমিশন' নেটওয়ার্কের আওতায় আসে"।
রেলমন্ত্রী আজ বলেন, "মাপকাঠি ও আয়তনের নিরিখে ভারতীয় রেল হবে বিশ্বের প্রথম রেলওয়ে, যারা ধোঁয়া ছাড়াই গোটা দেশে রেল চালাবে। জ্বালানি বদলে বিদ্যুৎ শক্তি দিয়ে রেল চালালে দূষণ আরও কমবে। পার্টনার হিসেবে ব্রাজিলকেও পাশে পেতে আগ্রহী ভারত।"
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages