আজ খবর (বাংলা), ঢেঙ্কানল, ওড়িশা, ১৪/০১/২০২০ : একটা নয়, দুটো নয়, একসাথে আধা ডজন অজগর সাপ উদ্ধার হল ওড়িশার ঢেঙ্কানলে, আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে ঢেঙ্কানলের ওই এলাকায়।
একসাথে মোট ছয়টি অজগর সাপ উদ্ধার হয়েছে ঢেঙ্কানলের একটি বাড়ির নলের মধ্যে থেকে। একসঙ্গে এতগুলি বিশালাকৃতির সাপ দেখতে পেয়ে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছাড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।
সাপগুলিকে উদ্ধার করতে আসা এক কর্মী শেখ রাজু বলেন, "এই সাপগুলি একসাথে একটি পাইপের মধ্যে ঢুকেছিল, সম্ভবত ওরা ওই পাইপের মধ্যেই শীতঘুম দিচ্ছিল। প্রত্যেকটা সাপ বেশ লম্বা, সব থেকে বড় সাপটার দৈর্ঘ্য ১৮ ফুট"।
উদ্ধার করার পর সাপগুলিকে তুলে দেওয়া হয়েছে বন দপ্তরের হাতে, পরে বন্ দপ্তর সাপগুলিকে গভীর অরণ্যে ছেড়ে দিয়ে আসে।
Loading...