আজ খবর (বাংলা), ব্যাঙ্গালোর, কর্ণাটক, ২২/০১/২০২০ : চন্দ্রযান ২ এর পরে এবার চন্দ্রযান ৩ এর কাজ চলছে, আজ এই কথা সাংবাদিকদের জানালেন ইসরোর ডিরেক্টর কে শিবন।
শিবন আজ বলেন, "চন্দ্রযান ২ ছিল আমাদের অতীত আর চন্দ্রযান ৩ এখন আমাদের ভবিষ্যৎ। আমরা পুরোপুরি মননিবেশ করেছি চন্দ্রযান ৩এর দিকে। চন্দ্রযান ২ এর থেকে চন্দ্রযান ৩ প্রযুক্তিগতভাবে অনেক বেশি উন্নত। এই মহাকাশযান প্রস্তুতির কাজ চলছে খুব মসৃণভাবে।" শিবনকে প্রশ্ন করা হয়েছিল যে, চাঁদে মানুষ পাঠানোর কোনো পরিকল্পনা ইসরোর আছে কিনা ? তার উত্তরে কে শিবন আজ বলেন, "অবশ্যই আছে, তবে এখনই নয়; এখন আমরা ব্যস্ত রয়েছি চন্দ্রযান ৩ নিয়ে।"
যেটা জানা যাচ্ছে, চন্দ্র যান ৩ তৈরী করতে ভারতের খরচ পড়বে প্রায় ২৫০ কোটি টাকা, কিন্তু এই মহাকাশযান পৃথিবীর বুক থেকে মহাকাশে উৎক্ষেপণ করতে খরচ পড়বে প্রায় ৩৫০ কোটি টাকা।
Loading...