শিলিগুড়িতে শুরু হল মমতার আন্দোলন - আজ খবর । দেখছি যা লিখছি তাই । ডিজিটাল মিডিয়ায় অন্যতম শক্তিশালী সংবাদ মাধ্যম

Sonar Tori


শিলিগুড়িতে শুরু হল মমতার আন্দোলন

Share This
রাজনীতি

আজ খবর (বাংলা), শিলিগুড়ি, ০৩/০১/২০২০ : যেমনটা আগেই জানিয়েছিলেন, ঠিক সেইমত আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে কেন্দ্রের সিটিজেনস এমেন্ডমেন্ট আইন, এনআরসি এবং এনপিআরএর বিরুদ্ধে আন্দোলনে নেমে পদযাত্রায় সামিল হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে দক্ষিণবঙ্গে বেশ কিছু পদযাত্রার মাধ্যমে আন্দোলন করেছেন তিনি, আর এবার তাঁর আন্দোলন হল শিলিগুড়িতে । 
সিটিজেনস এমেন্ডমেন্ট আইন ও এনআরসির বিরোধিতা করে প্রথম থেকেই পথে নেমে আন্দোলন করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে কেন্দ্রে বিজেপি সরকারের প্রধান বিরোধী মুখ হয়ে গিয়েছেন তিনি। কেন্দ্রের নাগরিকত্ব আইনের বিরোধিতায় তাঁর বক্তব্য খুবই সাফ, আর সেটা হল, 'কোনোভাবেই পশ্চিম বাংলায় সিটিজেনস এমেন্ডমেন্ট আইন বলবৎ করতে দেবেন না।' এনআরসি ও জনগণনার বিষয়েও তিনি তাঁর বিরোধিতার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। 
আজ শিলিগুড়িতে তাঁর প্রতিবাদ মঞ্চ থেকে মমতা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, "আমরা যে যেখানে আছি, সেখানেই থাকব। কাউকে দেশ থেকে আমরা চলে যেতে দেব না; বিজেপির এই ধর্মের নামে দেশকে টুকরো টুকরো করে দেওয়ার যে জঘন্য প্রয়াস তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে, কেননা এটা আমাদের অস্তিত্বের লড়াই।" সমবেত সকলকে শপথ বাক্য পাঠ করিয়ে মমতা তাঁর পদযাত্রা শুরু করেন। তাঁর নেতৃত্বে এই পদযাত্রা আজ শিলিগুড়ির মাল্লাগুড়ি থেকে বাঘা যতীন পার্ক পর্যন্ত যাবে। 
মমতা জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না কেন্দ্র এই সিটিজেনস এমেন্ডমেন্ট আইন প্রত্যাহার করে নিচ্ছে, ততক্ষণ তিনি এর বিরুদ্ধে সক্রিয়ভাবে আন্দোলন করে যাবেন। এর পর তিনি পাহাড়েও যাবেন এবং সেখানে গিয়েও এই আইনের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিতে অংশ নেবেন।
Loading...

Amazon

https://www.amazon.in/Redmi-8A-Dual-Blue-Storage/dp/B07WPVLKPW/ref=sr_1_1?crid=23HR3ULVWSF0N&dchild=1&keywords=mobile+under+10000&qid=1597050765&sprefix=mobile%2Caps%2C895&sr=8-1

Pages